আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের অহংকার

আমার না বলা যত কথা মিথ্যার অতর্কিত থাবায় ভেঙে চুরচুর হয়ে গেছে মন ছিন্নভিন্ন মনের পায়ের নিচে লুটোপুটি খাচ্ছিল সত্য! শোভা বর্ধিত আঙুলের নখে মনের টুকরো টুকরো অংশ লকলকে মিথ্যার জিভে সত্যের ধ্বংসস্তূপের বজ্র হুঙ্কার; সত্য- মিথ্যার লড়াইয়ে কে হবে জয়ী!! মুখোশধারী মিথ্যাবাদী নরমানব হে, মনে রেখ আমিও কি কম সত্যের বিষ ঢালতে পারি? মিথ্যাবরণে ঢাকা বিষধারী এসো পারো যদি, আমার শরীরে মিথ্যার চিহ্ন এঁকে দিয়ে যাও। এই যুদ্ধে সত্যের বিষের সাথে মিথ্যার লকলকে জিভের হবে জয় পরাজয়--- উপড়ে ফেল ঐ পাপী চোখ, খুলে ফেল শরীরের মিথ্যার বসন; আমার শরীর এখন ফুটন্ত পানির মত টগবগ করে ফুটছে, চোখে প্রতিশোধের আগুন জ্বালা,মুখ ভর্তি থুথু--- ইশ, দলা দলা করে যদি নোংরা শরীরটিতে ছিটিয়ে দিতে পারতাম! সত্যের বিষ পান করে আজ আমি নীলাভ রঙ ধারণ করেছি--- ছোবল দিলেই মাটিতে লুটিয়ে পড়বে, যন্ত্রণায় কুঁকড়ে উঠবে মিথ্যা। সেই বিষ ঢালবো ঠিক তেমন করে যেমন স্যালাইনের রক্ত যায় শরীরে ফোটা ফোটা --- কাছে এসো, আজ আমি জ্বলছি সত্যের আগুনে পোড়া দাউ দাউ লেলিহান শিখার মত প্রজ্বলিত আর সত্যের অহংকার হয়ে---

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।