আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের খোজে লিখা একটি কবিতা । ( সত্যের সাধনা )

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । আমার লিখা এই কবিতা টি অসত্যের বিপক্ষে প্রতিবাদেরই একাংশ : সত্যের সাধনা ( The payer of truth ) আমি চাই না হতে সুনামধন্য কোন কবি , তবু আমি শুধু রেখে যেতে চাই , মানবের তরে মহাসত্যের স্বচ্চ একটি কবিতা । আমি তো উচ্চশিক্ষিত শিক্ষকও নয় ভালো , তবু শুধু এইটুকুই আমি চাই , সকলের ত্বরে ছরিয়ে পরু্ক ন্যায় ও সত্য শিখার একটু আলো । আমি হতে চাই না কোন মহাজ্ঞানী বা মহাসাধক , আমি তো শুধু করতে চাই সাম্যের সাধনা, আর মিথ্যাচারীদের দিতে চাই সত্যের নূন্যতম জ্ঞান ।

আমি নয় কোন শুকণ্ঠি নামকরা শিল্পী , তবুও আমি গেয়ে যেতে চাই , তোমাদের মাঝে সত্য ও ন্যায়ের একটি স্বরলিপী । আমি না-ই বা হলাম কোন সুদক্ষ সৈনিক , বলবান , তবু আমি বিলিয়ে দিব , সত্যের পথে , তোমাদের হয়ে আমার এই তাজা প্রাণ । আমি না-ই বা হলাম কোন ধনবান ধনী ব্যাক্তি , তবুও মরন মোর স্বার্থক হবে , যদি এই ধরনীর বুকে , রেখে যেতে পারি সত্য ও ন্যায়ের দু-চারটি পরম উক্তি । আমার না-ই বা থাকুক পুকুর ভরা মাছ , ঘোলা ভরা ধাঁন , অথবা রাজপ্রশাদ আর বিশ্বখ্যাত সম্মান , মানবের ভীরে আমি শুধু চাই , চিরকাল অটুট থাকুক , আমার সত্যবাদীতার মহান মান । অবশেষে , লোকে আমায় করুক না উপহাস , দিক না যতই অপবাদ , অথবা বলুক না শত মন্দ , তবু জীবনের অন্তিম সময়ে আমি যেন মিলিয়ে যেতে পারি , আমার সত্য-ন্যায়ের ছন্দ ।

সত্যের জয় হোক , আর মিথ্যের হোক ক্ষয় , সর্বস্তরে এই ধ্বনি যে চিরঞ্জিব রয় । কোন এক বিষয়ে একটা সময় খুভ কষ্ট পেয়েছিলাম । তার উপর চারদিকের অন্যায়, অত্যাচার , ভন্ডামী, প্রতারণা , ইত্যাদি যেন আমাকে খুভ বিষিয়ে তুলেছিল । কিন্তু কিছুই করতে পারছিলাম না । তখন মনের অবস্থা ক্ষুভই খারাপ ছিল ।

ঠিক সেই সময়টায় মনের না বলতে পারা এই কথা গুলো ডায়রীর পাতায় লিখে রেখেছিলাম । পরে ডায়রী খুলে মাখে মাঝে লেখাগুলো পড়তাম । আর ভাবতাম , ডায়রীর লিপিবদ্ধ এই কথা গুলো যদি কারো মাঝে বিলিয়ে দিতে পারতাম অথবা করো সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুভ ভালো লাগত । আমার ইচ্ছা টা আজ পূরণ হল । আপনাদের সাথে শেয়ার করতে সত্যি খুভ লাগছে ।

মনে হচ্ছে সেই অসময়ের ক্ষোভের লেখাটি স্বার্থক হইয়েছে । লিখটি লেখেছিলাম , ২৪শে জুলাই ২০১০ ইং তারিখে । লেখার মাঝে বানানে অথবা ছন্দে-আনন্দে যদি কোন ভুল হয়ে থাকে তার জন্য দুঃখিত । (পুর্বের দেওয়া পোষ্টটি এডিট করে রিপোষ্ট করলাম । ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।