আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের সন্ধানে.।

'নিস্তব্ধতা ভেঙ্গে যখন সত্য উপস্থিত, তখন হয়তো আমি মিথ্যা রাজ্যের স্থায়ী নাগরিক। সত্যকে মিথ্যা বলে তাড়িয়ে দিব রাজ্য থেকে। বহিষ্কৃত সত্য। ' হতাশা থেকে নয়, আত্ম উপলব্ধির মাধ্যমে এই মহান সত্যটা আবিষ্কার করেছি আমি। অতীতে অন্য কেউ আবিষ্কার করলেও করতে পারেন তবে বর্তমানে আমিই এর আবিষ্কারক।

কারও সন্দেহ থাকলে আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই, তর্ক করারও ইচ্ছা নেই। চারিদিকে মিথ্যার জয়ধ্বনি। কেউ বলে, 'এটা সত্য, ওটা মিথ্যা'। আবার কেউ বলে, 'ওর মিথ্যাটাই সত্য, সত্যই মিথ্যা'। সত্য-মিথ্যার দ্বন্দ্বের যাতাকলে পিষ্ট সমাজ।

শেষে দাপুটে জয় মিথ্যারই। তাইতো আমিও বলি, 'জয় তু মিথ্যা'। তারপরও, সত্যকে খুঁজে পাবার আশায় রিক্ত হাতে বসে আছে সময়......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।