আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - জন্মবার্ষিকী

জন্মবার্ষিকী জন্মবার্ষিকীর শুভেচ্ছা । সাধ্য থাকলে তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখতাম । সাধ্য থাকলে তোমাকে অমর করার একটা চেষ্টা হয়তো করতাম । কিন্তু এই পৃথিবীতে আমরা এতটাই ক্ষুদ্র যে সাধ থাকিলেও তেমন কিছুই করা যায়না । এতক্ষণ হয়তো ভাবছ কে আমি ? আমি উল্লেখযোগ্য কেউ নই ।

ইতিহাসে স্থান পাওয়ার মতো অবশ্যই তো নয় । যুগে যুগে অমরত্বের যত কল্পকথা বিরাজমান এই পৃথিবীতে, তার কোন একটা কল্পকথার বিষয়বস্তু আমিও হয়তো হতে পারতাম । কিন্তু এটাই সত্য যে হয়নি। এটাই সত্য যে মনের গহীনে নিরন্তর অভিযাত্রার কোন ক্ষণ পরিলক্ষিত হয়নি । এই পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে একজন আমি।

এর বাইরে বিশেষ কোন পরিচয় নেই । তোমার চোখে চোখ রাখা কোনোদিন হয়তো হবেনা তাতে কি ? সবাই চোখে চোখ রাখে, আমি না হয় নাইবা রাখলাম। আমি কে সেটা জেনে তোমার বিশেষ কোন লাভ হবেনা । এটাই তোমার কাছে লেখা আমার প্রথম ও শেষ লেখা । জানতে চেওনা কিছু, খুঁজতে যেওনা পিছু ।

তোমাকে ভালবাসি সেটা বলার সাহস নেই । তুমি আমার অন্তরেই বিরাজ কর সর্বদা । অস্তিত্বের ভিত্তিমূলেই তোমার বসবাস । তোমাকে উপড়ে ফেলাটা সহজ নয় । বুকের ভিতরের কষ্টটা যখন কান্না হয়ে অশ্রু ঝরায় তখন নিজেকে ভেঙ্গে গড়তে ইচ্ছে করে ভীষণ, কিন্তু পারিনা ।

এলোমেলো কর্মের অগোছালো ফলাফল শূন্য । তোমাকে বিশেষ কিছুই বলার নেই । সৌন্দর্যের সাগরে চলমান কচুরিপানা হয়েও ভেসে থাকা ভালো । কিন্তু হলনা । কাপুরুষ দিয়ে সবসময় সাফল্য আসেনা ।

মনের সন্ধান পেতে না পেতেই যদি হারিয়ে যায় তিমিরে, সাফল্যের আশা তো অস্তমিত হবেই । ভালো থেকো সব সময় । আর কোনোদিন হাজির হবোনা । কাপুরুষের আসলেই বেঁচে থাকা সঙ্গত নয় । তাতে পৃথিবীর লজ্জা বাড়ে ...... তাই হারিয়ে গেলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.