আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - অস্তিত্বহীনতা

আমি কে ? কে আমার ? অন্যের স্বপ্ন বাস্তবায়নই যদি জীবনের একমাত্র লক্ষ্য হয় তাহলে আমার স্বপ্ন বাস্তবায়নে কার উপর নির্ভর করবো ? অন্যের জন্য নিজেকে হারাতে পারবোনা । আমি স্বার্থপর হতে চাই । নির্লজ্জ হতে চাই । চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি কারো জন্য নিজের কোন কিছুই বিসর্জন দিতে পারবোনা । আমার অন্তর্নিহিত ইচ্ছেই হবে আগামী দিনের পথ চলার ভিত্তি ।

আমি সমাজ সভ্যতার সাথে তাল মেলাতে পারবোনা । নিজের সঙ্গে প্রতারণা করে আজন্ম প্রতারক হিসেবে নিজেকে মেনে নিতে পারবোনা । শৈশবকাল থেকে অভিভাবকদের ইচ্ছে পূরণের পথপরিক্রমায় আজকের এই বাহুল্য অবস্থানে থেকে আবারো এখন শুরু করতে হবে অনাগত আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের পালা । পারবোনা হে পৃথিবী, হে সভ্যতা, হে সমাজ, হে অনাগত প্রজন্ম, তোমার স্বপ্নের বাস্তবায়নে আমার অবদান উল্লেখযোগ্য করতে পারবোনা । বিনাশ ই যদি হয় আজন্ম স্বপ্নের ফলাফল, আমি সেই বিনাশ গ্রহণ করতে পারবোনা ।

আমি আর অভিনয় করতে পারবোনা । নিজেকে আর বঞ্চিত করতে পারবোনা । বঞ্চনাই জীবনের ভিত্তি হলে ব্যর্থতা আসাই স্বাভাবিক । স্বপ্ন আর শাসনের বৃত্ত ভেঙ্গে নিজস্ব সত্ত্বার সৃষ্টিই হবে আগামী দিনের পথ চলার প্রেরণা । হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে ফেরার অনাহূত এই সংগ্রামে হয়ত পাশে কাউকে নাও পাওয়া যেতে পারে ।

কিন্তু সহযাত্রীবিহীন এই অভিযাত্রা সফল হওয়াই জরুরি নয় । ব্যর্থ হলেও সান্ত্বনা এই যে, স্বীয় ইচ্ছের ফলাফল এই ব্যর্থতা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.