আমাদের কথা খুঁজে নিন

   

সহজে LG-Cookie (KP500) mobile ফ্ল্যাশ ও Firmware upgrade

কিভাবে আপনি নিজে আপনার LG-Cookie (KP500) mobile ফ্ল্যাশ ও Firmware upgrade করবেন সে বিষয়ে একটি টিউটোরিয়াল। এই আপডেটের জন্য কম্পিউটারে ইন্টারনেট সংযোগসহ উইন্ডোজ এক্সপি থাকতে হবে। এই টিউটোরিয়াল অনুসরণ করে, আপনি কোন ক্ষতিগ্রস্থ হলে তার দায় দ্বায়িত্ব ব্যবহারকারীর (আমি নিজে দুই বার করেছি কোন সমস্যা হয়নি)। আপনার LG-Cookie (KP500) mobile ফ্ল্যাশ করার আগে, নিচের সফ্টওয়্যারসমুহ প্রয়োজন: 1. LG Cookie usb cable 2. LG Cookie firmware (Click This Link) 3. LG PC Suite 4. LG USB driver 5. GSMULTI 3.0 (Click This Link) Desktop এ নতুন ফোল্ডার বানিয়ে তাতে ১. Firmware unzip করুন ২. kp500.dll যোগ করুন, যা GSMULTI30_kp500.dll.rar এর ভিতর পাবেন। LG-Cookie (KP500) mobile ফ্ল্যাশ ধাপ সমুহঃ ১. Install LG PC Suite and LG USB driver, install GSMULTI 3.0. ২. মোবাইল বন্ধ করে সেট থেকে ব্যাটারি বের করে USB cable দিয়ে সেটটি Computer এর সাথে যুক্ত করুন। ৩. Run program USBMap_V01 (which can be found in C:\GSMULTI), Select “INFINEON” and then click “MAPPING START”. after that, click “SKIP USB1”. ৪. USBMAP will find USB2 port, now click SAVE&EXIT. অর্থাৎ কোন USB port ব্যবহৃত হবে তার নির্দেশ প্রদান। ৫. Run GSMULTI program (the shortcut can be found in your desktop), according to the settings below I showed, then click OK. Now ready for flashing!!!! ৬. Click start to flash your LG Cookie ৭. ধৈর্য ধরে ৫ মিনিট বসুন। নতুন LG Cookie firmware version আপনার জন্য অপেক্ষা করছে। Enjoy!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.