আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগকারীরা আবারো রাজপথে

ব্যাপক দর পতনের মুখে আজ বুধবার আবারো রাজপথে নেমেছেন বিনিয়োগকারীরা। নিম্নমুখী প্রবনতা দিয়ে আজ লেনদেন শুরু হবার পর সময়ের সঙ্গে সঙ্গে পতনের মাত্রা বাড়তে থাকে। দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট পড়ে গেলে দুপুর ১২টা ৫০ মিনিটে বিনিয়োগকারীরা হাউজ ছেড়ে রাজপথে নেমে আসেন। ডিএসইর সামনের রাজপথে একে একে শতাধিক বিনিয়োগকারী একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন। এ সময় তারা বাজার পতনের পেছনে এসইসিকে দায়ী করে ড. খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করেন।

বিনিয়োগকারীদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে এসইসি নিরব ভূমিকা পালন করছে। এ জন্য এসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেন পদত্যাগ দাবি করেন তারা। এ জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে। বিনিয়োগকারীরা বিভিন্ন ব্যানার নিয়ে ডিএসইর সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন।

ব্যানারে ৩০ লাখ বিনিয়োগকারী এবং তাদের পরিবারসহ ২ কোটি মানুষকে রক্ষা কর, সালমান এফ রহমান, লোটাস কামাল এবং আজিজ খানের হাত থেকে পুঁজিবাজার রক্ষা কর’ এ জাতীয় অনেক কথা লেখা আছে। এদিকে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এসইসির গদিতে আগুন জ্বালো একসাথে, ডিএসইর গদিতে আগুন জ্বালো একসাথে ইত্যাদি স্লোগান দিচ্ছেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.