আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে আবার দরপতন ।। ক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায়



পত্রিকার পাতা থেকে- মাঝের একদিন বিরতি দিয়ে আবার দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। আর এতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মতিঝিলে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে সূচক ১৪৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে যায়। বাজার বন্ধ হয়ে যাওয়ার পর বিকাল ৩টার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। এ সময় মিছিল থেকে ডিএসই সভাপতি শাকিল রিজভীর পদত্যাগ দাবি করা হয়।

বিক্ষোভকারীরা পুঁজিবাজারে অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। খবর বিডিনিউজের। বিনিয়োগকারীরা রাস্তায় অবস্থান নেওয়ায় মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত গাড়ি চলাচল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বন্ধ ছিলো। গতকাল বুধবার সকাল ১১টায় বাজার শুরুর পর থেকে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। ডিএসই সাধারণ সূচক ১৪৯ দশমিক ৪৪ পয়েন্ট বা ২.১৯ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৬৬৭৩ দশমিক ৪০ পয়েন্ট।

সারাদিনের লেনদেনে মোট ৬৭৩ কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে। লেনদেন হওয়া ২৫৯টি শেয়ারের মধ্যে দাম কমেছে ২১৪টির, বেড়েছে মাত্র ৩৭টির ও অপরিবর্তিত ছিল ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সোমবার দরপতন হলেও মঙ্গলবার দিন শেষে ডিএসই-তে ৩৪৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছিলো। তবে দিনের শুরুতে সূচক পতনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। ওই সময় পুলিশ তাদের লাঠিপেটা করে।

আটক করা হয় দুজনকে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন শেষে কমেছে সূচক ও অধিকাংশ শেয়ারের দাম। সিএসই সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) দিন শুরুর চেয়ে ২৮৮ দশমিক ৭৭ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ১২৩৩১ দশমিক ২৭ পয়েন্ট। সারাদিনে মোট লেনদেন দাঁড়ায় ৯২ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন হওয়া ১৯৫টি শেয়ারের মধ্যে দাম কমেছে ১৫৭টির, বেড়েছে ৩৮টির।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.