আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগকারীরা এখন রাস্তার ফকির: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে এখন রাস্তার ফকির। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের শেয়ারবাজারকে শেষ করে দিয়েছে। এর আগেও ক্ষমতায় এসে তারা একই কাজ করেছিল। গতকাল সোমবার আত্মহননকারী বিনিয়োগকারী কাজী লিয়াকত আলীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি আজ এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের স্থিতিশীলতার ওপর অর্থনীতি নির্ভরশীল।

কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এ দেশের মানুষ এখন আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, এ সরকারই বিনিয়োগকারীদের শেয়ারবাজারে ডেকে এনেছে। অথচ নিজেদের গুটিকয়েক লোকের চরম দুর্নীতির কারণে শেয়ারবাজারে আজ এ অবস্থা। ফখরুল ইসলাম লিয়াকত আলীর স্ত্রী তাহমিনা আক্তার সাথী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মির্জা ফখরুল ইসলামের সঙ্গে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামসহ বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিত ছিলেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.