আমাদের কথা খুঁজে নিন

   

আইটি সেক্টর ও বাংলাদেশঃ ১

একটা সময় ছিল যখন বাংলাদেশের অর্থনীতির ভিত্তি দাড়িয়ে ছিল পাট রপ্তানীর উপর। আমাদের পাটজাত দ্রব্য রপ্তানী হত বিশ্বের নানান দেশে। সেই পাট ও পাটজাত পণ্য রপ্তানী এখন নেমে এসেছে শূণ্যের কোঠায়। অনেকেই বলে থাকে বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা কমে গেছে বলে আমাদের রপ্তানী কমে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এখনো তাদের বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ আয় করে পাটজাত দ্রব্য রপ্তানী করে।

আমরা পড়ে রইলাম "বস্তা" তৈরিতে আর ভারত পাট দিয়ে তৈরি নানান বৈচিত্রময় পণ্য তৈরি করে পাটজাত পণ্যের মার্কেট দখল করে নিল। খুব সাদামাটা ভাবে বললে আমাদের পাটজাত পণ্যের বৈচিত্রহীনতা আর মার্কেটিং কমিউনিকেশনের দুর্বলতার কারণে পাটজাত পণ্যের মার্কেট আমরা হারিয়ে ফেললাম। এরপর এল গার্মেন্টস এর যুগ। বর্তমান অর্থনীতি যদিও গার্মেন্টস এর উপর নির্ভরশীল কিন্তু আমার মনে হয় এর শেষটাও আমরা দেখা শুরু করছি। ঠিক এই মুহূর্তে হরতাল যেভাবে রপ্তানি প্রক্রিয়াকে বাধা গ্রস্ত করছে নানান ভাবে তাতে নতুন কোন বায়ার-ই বাংলদেশ এ আর অর্ডার দিতে চাচ্ছে না।

আমাদের গার্মেন্টস সেক্টর সবসময় নির্ভরশীল ছিল আমেরিকান মার্কেট এর উপর। কিন্তু সম্প্রতি জিএসপি সুবিধা বাতিল সহ নানাবিধ কারণে আমেরিকার মার্কেট ও আমাদের জন্য সংকুচিত হচ্ছে। এর বিকল্প হিসেবে ছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্য। নানান কারণে সেই মার্কেট ধরতেও আমরা ব্যর্থ হচ্ছি। কয়েকদিন আগে দৈনিক পত্রিকা মারফত জানলাম কিছু রাশিয়ান বায়ার বাংলাদেশে এসে ও বিমানবন্দর থেকেই চলে গেছে দেশের রাজনৈতিক পরস্থিতি দেখে।

এক বিশ্বখ্যাত মাল্টন্যাশনাল বায়িং হাউজ তাদের ঢাকা অফিসের কার্যক্রম সংকোন করেছে এবং ২০১৪ সালের ভিতর পুরোপুরি গুটিয়ে নিবে। মোদ্দাকথা জিএসপি সুবিধা বাতিল, বিদ্যুৎ সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি আর সর্বোপরি নতুন মার্কেট ধরতে না পারা সব মিলিয়ে গার্মেন্টস সেক্টর এর "শেষের শুরু" বোধহয় শুরু হয়ে গেছে। সত্যি বলতে কি, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি পুরাপুরি নির্ভরশীল হয়ে পড়বে আইটি সেক্টর এর উপর। ঠিক এই মুহূর্তে যে পরিমাণ আউটসোর্স এর মার্কেট আছে তার খুব সামান্য অংশই আমরা নিজেদের আয়ত্ত্বে আনতে পেরেছি। এর সবচে বড় কারণ Software এর ক্ষেত্রে "Product of Bangladesh" এই ব্রান্ডিংটা যথাযথ ভাবে আসেনি।

ODESK বা ELANCE এ আমাদের দেশের সবচে বেশিসংখ্যক মানুষ কাজের জন্য Register/Apply করছে। কিন্তু আমাদের দেশি Contractor দের work rate/hour অন্য দেশের তুলনায় অনেক কম। দেখা গেছে একজন ভারতীয় Contractor/Freelancer প্রতি ঘন্টা কাজের জন্য গড়পড়তা 20 USD/Hour পাচ্ছে, ফিলিপাইন পাচ্ছে প্রায় 15 USD/Hour. সেই জায়গায় আ্মরা বাংলাদেশ থেকে যারা কাজ করছে তাদের গড় আয় হচ্ছে মাত্র 5-6 USD/Hour. ফলাফল আমরা খাটছি বেশি কিন্তু উপার্জন করছি কম। এই অবস্থার আশু উত্তরণ প্রয়োজন। পু্নশ্চ ১: আমার এই লেখা গুলা ঈষৎ সংক্ষিপ্ত বা পরিবর্তিত আকারে আমার কোম্পানীর ফেসবুক পেজে প্রকাশিত হচ্ছে।

পু্নশ্চঃ গত কয়েকদিন ব্লগ নিয়ে যেভাবে সবার ভিতর wrong concept তৈরি হয়েছে এ অবস্থায় আমার আপনার সর্বোপরি সকল ব্লগার, ব্লগ মডারেটরদের দ্বায়িত্বশীল আচরণ কাম্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।