আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব কে এতো বড় অপমান! রাগে আমার গা জ্বলে যাচ্ছে!

মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে। ক্রিকেটের মত চমৎকার একটা ভদ্র লোকের খেলাকে যে কয়টা খেলোয়াড় কলঙ্কিত করেছে তাদের মাঝে উপরের ছবির এই ব্যক্তিটি প্রথম সারিতেই থাকবে। আজকের যুগের ক্রিকেটারদের মধ্যে যারা খেলাটাকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছে তাদেরকে এই পাপের পথটার সন্ধান যে কয়টা লোভী জানোয়ার দেখিয়ে দিয়েছে অতীতে তাদের মধ্যে ভারতের অজয় জাদেজা একজন। এই লোকটি ভারতীয় দলে একসময় নিয়মিতই ছিল।

ব্যাট করতো লোয়ার মিডল অর্ডারে। তার সময় ভারতীয় দলটি ছিল একটা নখ বিহীন বিলাই। মিডল অর্ডারে বা তার নীচে ব্যাট করত রবিন সিং, হৃষীকেশ কানিতকার এর মত মিডিয়োকোর ব্যাটসম্যানরা। আর কথায় আছে যে বনে বাঘ নেই সেখানে শিয়ালই রাজা। এই জাদেজা, ক্রিকেটকে দেয়া যার একটাও বলার মত অবদান নেই, পুরো বিশ্ব যাকে চেনে একটা ম্যাচ পাতানো অসাধু জোচ্চোর হিসেবে সেই আবাল বাংলাদেশের গর্ব, ICC র‍্যাঙ্কিং এ এই মুহূর্তে বিশ্বের এক নাম্বার অল রাউন্ডার সাকিব আল হাসানকে বলে "একজন অর্ডিনারি বোলার" !!! (সুত্রঃ স্পোর্টস সেন্টার) এই রকম একটা গবেট, আবালরে কিভাবে বিশেষজ্ঞ হিসেবে টেলিভিশন চ্যানেল গুলো উপস্থাপন করে আমি সত্যিই বুঝিনা! এই ছাগলটা কি ভুলে গেছে যে KKR এর ইতিহাসে সাকিবই এখনো পর্যন্ত সবচেয়ে সফল বোলার? পরিসংখ্যান তাই বলে।

যতবার এই দলটা ভাল রকম গর্তে পড়ে সাকিব কেই তাদের প্রয়োজন পড়ে সেই গর্ত থেকে টেনে তোলার জন্য। ভারতীয় মিডিয়ার নির্লজ্জ বেহায়পনা দেখলে নিজেরই লজ্জা লাগে। Extra Innings T20 নামের যে অনুষ্ঠানটি দেখানো হয় IPL চলাকালে সেখানে কিছু মাথা মোটা গর্ধব আর দুটা মেয়েকে নিয়ে যে ধরনের ফাজলামো করা হয় তা আমার কাছে পুরোই ব্যাখ্যাতীত। দুটা মেয়েকে ব্যবহার করা হয় পুরোপুরি মশলা হিসেবে, তাদের কথা বার্তা শুনলেই বোঝা যায় তাদের ক্রিকেটীয় জ্ঞান কতদূর! আর তাদের কাপড় চোপড়ের কথা কি বলব জানি না...! খুব কম দিনই আমি IPL খেলা দেখতে বসেছি। কিন্তু যে কয়দিনই সাকিবের জন্যে বসা হয়েছে ততদিনি এই চার বিরক্তিকর অ্যাঙ্কর, উন্মাদ সিধু আর চোর অজয় জাদেজার কথা শুনে রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়েছে! এরা সুনীল নারায়ণকে নিয়ে যে লাফালাফিটা করে তা বোলার মত না।

অথচ এই ছেলেটা শুধু একজন বোলার -- একদমই ব্যাটিং জানে না। সে এবারের IPL এ সম্ভবত ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছে। ঠিক আছে মেনে নিচ্ছি ভাল বোলিং সে করেছে, তাকে সেজন্য সাধুবাদ আমার তরফ থেকে। কিন্তু আমার কথা হল সাকিব ৬ ম্যাচ খেলে ৫ এর মত ইকনমি নিয়ে উইকেট পেয়েছে ১০টি। ব্যাট হাতে খেলেছে দুটি ম্যাচ জেতানো ইনিংস।

গত খেলাটায় তো পুরো দল টাকে সাকিব একাই টেনে নিয়ে গেল! তাকে যদি সবগুলো খেলা খেলানো হতো তবে আমি অন্তত নিশ্চিত তার উইকেট থাকতো অন্য যে কোন বোলারের চেয়ে বেশি এবং সিরিজ সেরা খেলোয়াড় হবার সম্ভাবনা তার থাকতো ৯০% । আর এই জন্যেই ভারতীয় ছোটলোক গুলা তাকে ইচ্ছে করে অবজ্ঞা করেছে সবসময়, ইচ্ছে করে অবদমিত করে রেখেছে। গাঁজাখুরি সব মন্তব্য করে সাকিবের মনোবলকে তারা ভেঙ্গে দিতে চেয়েছে। কারন কেবল এই যে সে বাংলাদেশের ছেলে! আমাদের মত গরিব ঘরের একটা ছেলে তাদের দেশে খেলে সব সম্মান আর পুরস্কার নিয়ে চলে আসবে এটা ভারতীয়রা মেনে নিতে পারেনা, তাদের মন এতো বড় কখনোই না! হিংসুটে ছোটলোক সব!  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.