আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালার দাম্ভিকতা !!!!

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... প্রতিদিনের মতই সকাল বেলা অফিস এ যাওয়ার জন্য বের হলাম। বাস এ উঠতে হলে কিছুটা পথ পায়ে হেঁটে অথবা রিক্সা দিয়ে পাড়ি দিতে হয়। যদি নরমালি হাটি তাহলে সবোচ্ছ ৫মিনিট লাগবে। বেশীর ভাগ সময় এই পথটুকু আমি হেঁটেই আসা যাওয়া করি। আজ আর হাঁটতে ইচ্ছে করছিলনা।

তাই রিক্সা নিলাম। রিক্সা থেকে নেমে যখন তাকে ৫টাকা ভাড়া দিলাম সে ১০টাকা চাইল। মেজাজ টা কিঞ্চিৎ পরিমান খারাপ হইল। যে পথ আপনি পায়ে হাঁটলে ৫ মিনিট লাগে সে পথ রিক্সা দিয়ে আসলে ১০টাকা ভাড়া হয় কিভাবে?? জিজ্ঞাসা করলাম তোর ভাড়া ঐখান থেকে এখানে কত টাকা? সে বল্ল ১০ টাকা। মেজাজ টা আরো খারাপ হল।

তার রিক্সার সামনে ভাড়ার একটা চাট লাগনো আছে। আমি দেখতে পাচ্ছি ভাড়া লিখা ৫টাকা। তখন তাকে বল্লাম তোর ভাড়া ৫টাকা তুই ১০টাকা বলস কেন? সে বল্ল ঐখানে থাকলে হবে নাকি সবাই ১০টাকা দেয়। ইতি মধ্যে অন্য এক যাত্রি রিক্সায় উঠে তাকে যাওয়ার কথা বল্লে সে বলে আমার দোষ কি উনার কারনেই তো আমি যেতে পারছি না। সাথে সাথে এমান মেজাজ খারপ হল নিজেকে আর আয়ত্বে রাখতে পারছিলাম না।

পাল্টা প্রশ্ন করলাম ?? কার দোষ বলচস??? সে আবার ও বলে আপনার। হাতটা তার গায়ে উঠতে আর দেরি করল না। পরে অন্য যাত্রি আমাকে ধরে নিয়ে আসে...আর কিছু রিক্সাওয়ালা কে বলতে শুনেছি ৫টারার ভাড়া ১০টাকা চাইলি কেন তুই ?? আমি বুঝতে পারছি তার গায়ে হাত তোলা আমার উচিৎ হয় নি। কিন্তু কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। হয়ত বা অন্য কারো রাগ তার উপর দিয়ে চলে গেছে।

আমি জানি না এমন কিছু হয়েছে কিনা। তবে তাকে যদি আমি কর্তব্য রত সিকিউরিটির কাছে নিয়ে যেতাম তাহলে তার ঐ রোডে রিক্সা চালানো বন্ধ হয়ে যেত এই বিষয়ে আমি প্রায় নিশ্চিত। যতি তা নাও হত তাহলে তাকে আরো কঠিন শাস্তি বা আরো অনেক ঝামেলায় পড়তে হত। আমি তার গায়ে হাত তুলে ঠিক করিনি এইটা বুঝতে পারতেছি.....এখন অনুতপ্ত ও বটে। বুঝতে পারছি আমাকে আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল।

আপনাদের সাথে তাই শেয়ার করলাম, হাত তুলে ঠিক করছি না কি সিকিউরিটির হাতে তুলে দেওয়া ঠিক হত ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।