আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বেচি

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । আজ স্বপ্নগুলো বড্ড ধূসর ছেড়া ছেড়া মেঘেরই মত মিলে মিশে যাবার প্রয়াসে যারা ছুটছে অবিরত । শোক,সন্তাপ আর হতাশা নিয়েই আজ আমার বেঁচে থাকা । এ ধরাকে দেবার আছে শুধুই একরাশ ঘৃণা ।

ভালবাসা- সে তো আজ বড় ন্যাকামি সবই হচ্ছে প্রকৃতির নিয়মে তবু ভীষণ একা যেন আমি । বদ্ধ ঘরে ঘুমোট বাতাসে প্রদীপের নিশ্চল শিখাটার মতই আজ আমি নিশ্চুপ পৃথিবীর দেখেছি আমি নিগৃহীত এক রুপ । পাথর চাপা সবুজ পাতা যেমনি নাইট্রোজেন এর অভাবে হয় ভীষণ হলদেটে তেমনি দুঃখ চাপা এ মন আজ বড়ই ধোয়াটে । কুয়াশার অস্পষ্টতা আজ ঘিরে আছে - আমার হেমন্তের রোদঝড়া সোনালী সকাল । যেন পৃথিবীর ঘূর্ণন থেমে গেছে থমকে আছে মহাকাল ।

স্বপ্নগুলো আজ পিষে মরে অপূর্ণতার হাহাকারে তাই স্বপ্ন বেচে জীবন কাটাই কঠিন প্রত্যয়ে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.