আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট প্যাকেজ: দিনবদলের স্বপ্ন ... ...দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল..

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কর্পোরেট প্যাকেজ: দিনবদলের স্বপ্ন ... ...দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল.. ..আমার যে বন্ধুরা একদিন দিনবদলের স্বপ্ন দেখত তারা আজ নিজেরাই নিজেদের বদলে নিয়েছে .. আমাদের সময়টা বড় বন্ধ্যা । কেমন নোনা নোনা শ্যাওলা ধরে যাওয়া জীর্ণ দেয়ালের মতন বিবর্ণ । আমার সারা জীবনের আপসোস কেন সেই স্বর্ণালী ষাটের দশক ফিরে আসে না ।

কিংবা আমি কেন সেই দুনিয়া কাপানো ষাটের দশকে জন্মালাম না । ষাটের দশক । দুনিয়া উত্তাল । সৃষ্টি সুখের উল্লাসের কাপন বোধহয় একেই বলে । সেই কাপনোর ছোয়া তো কিছুটা হলেও লেগেছিল আমাদের দেশে ।

সেই ছোয়াতেই মানুষের দিন বদলের স্বপ্ন দেখা, শিল্প-সাহিত্যে অনাবদ্য সৃষ্টি , রাজনৈতিক অধিকার স্বাধিকারে সোচ্চার মানুষ । সেই সাহসী সময়ের একজন সাহসী মানুষের গল্প শুনতাম শৈশব থেকেই । আমাদের চাচা-কাকাদের স্বপ্ন দেখানো, দিনবদলের স্বপ্ন বুদ দেখানো একজন মানুষ । কিভাবে সেই দশকের তরুনদের দিন বদলের স্বপ্নে বুদ করে রেখেছিলেন, সেই গল্প শুনেছি । সমাজ বদলাতে তারা একদিন স্বপ্ন দেখিছিলেন ।

জীবনের সোনালী দিনগুলোকে হাতের মুঠোয় নিয়ে পণ করেছিলেন : দেখিস একদিন আমরাও..... তিনি ছিলেন তখন সবার সেই মতি ভাই । দিন বদলালো.. নিজের মতন করে : দিন বদলালো । তবে নিজের মতো করেই সময় বদলে গেছে । দিন বদলের স্বপ্ন দেখা মানুষেরা সবাই ছিটকে গেছে । দিন বদরাতে না পারলেও অনেকেই নিজেদের ঠিকই বদলে নিয়েছে ।

হয়তো আমাদের দু-একজন কাকা বদলাতে পারেনি । তার মুখে শুনি সেই দিন বদলানোর স্বপ্ন বিভোর থাকা কিছু তরুণের গল্প । দিন বদলের স্বপ্নবাজরা : কবি সুভাষ মুখোপাধ্যায়ও খুব অবাক হয়ে গিয়েছিলেন দিন বদলের স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো বন্ধুরা যারা একদিন সমাজ বদলের স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিল তারা কিভাবে যেন সমাজ বদলানো ভুলে গিয়ে একদিন নিজেরাই নিজেদের বদলে নিল । দিন বদলের স্বপ্ন দেখানো মানুষেরা কিভাবে নিজেরাই বদলে গেল ভাবতে ভাবতে অবাক হয়ে যাই । সেই দিন বদলের স্বপ্নবাজরা কিভাবে আমুল নিজেকে বদলে নেয় ।

পুজিঁবাদী বিশ্বের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানুষ যারা একদিন শ্রেণী-বৈষাম্যহীন সমাজের স্বপ্ন দেখত, দেখাতো তারাই আজ পুজিঁবাদী । পুজিঁবাদের নিশানা হাতে সেই মতি ভাই এখন কর্পোরেট স্বপ্নবাজ । কর্পোরেট দিন বদল : দিন না বদলালেও সময় তো বদলে গেছে । শ্রেণী সংগ্রামী, পুজিবাদ বিরোধী , শোষন-নিপীড়ণহীন সমাজের স্বপ্ন দেখা-স্বপ্ন দেখানো সেই মানুষেরা এখন স্বপ্ন দেখেন । কিভাবে শ্রেণী সংগ্রামকে গিলে খাবে, ক্ষমতার ভাগের স্বাদ কিভাবে নেবে, পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতাবান হবে সেই স্বপ্নে বিভোর ।

মুক্তবাজার অর্থনীতির তাবেদার । তিনি এখনও স্বপ্ন দেখেন , একদল তুরণদের স্বপ্ন দেখান _ কর্পোরেট দিন বদলের । দিন বদলের প্যাকেজ : আমার চাচা-কাকাদের স্বপ্নবাজ মতি ভাই এখনও দিন বদলের স্বপ্ন দেখেন তাই তিনি এবার নিয়ে এলেন কর্পোরেট দিনবদল । দিন বদলের প্যাকেজ । এই দিন বদলের প্যাকেজে তিনি দিন বদলের স্বপ্ন নিয়ে হাজির, বদলে যাওয়ার আহবান ।

সেই বদলে যাওয়া হলো - কিভাবে কর্পোরেটের পকেটে ঢুকতে হয়, কিভাবে তেলে মাথায় তেল দিতে হয় কিংবা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হয় । কিভাবে বিদেশী শক্তিশালী রাষ্ট্রের আস্থাভাজন হয়ে নিজেকে বদলে ফেলতে হয় । কর্পোরেট দিনবদলের প্যাকেজের মতন নয় ....চলুন আমরা নিজেরাই বদলাই... রাহা , ঢাকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.