আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই



স্বপ্নেরা বন্দী স্বপ্নের কারাগারে, মুক্তির বাসনা যেমন কামনা ধারায়- বয়ে চলে হারিয়ে যায় ভবঘুরে রোদের প্রেমে। ঘন্টা বাজলেই কমলা সন্ধ্যা ঠোঁটে নিয়ে টিয়া পাখির ঝাঁক, বোকা বোকা গাছেদের চোখে ঘুমের আদর বুনে যায়। আকাশের বুকে তারাদের ডাকাবুকো দেখে কাজ নেই ঝিনুকের, সমুদ্রেরও যে আছে জীবনকে জীবন দানের ইন্দ্রজাল অহঙ্কার! কত পথই তো নদী বুকে নেওয়ার জলজ অভিলাষে, ফিরিয়ে দিয়েছিল পাহাড় চূড়ায় উঠবার লাল টকটকে আমন্ত্রন। তবু কিছু পথ চলতে চলতে এ পায়ে ও পায়ে, পথ হারিয়ে ভিজে চলে ফেরারী মেঘজলে। কিছু কিছু পথ আবার অমরত্বের লকলকে লোভে, পাতানো জুয়ায় হেরে ডুবে যায় অরণ্যের নেশাগ্রস্ত জোছনায়। কাউকে কাউকে অভিমানে, ফিরে চলতে দেখা যায় মাতৃ গহ্বরে, তবে বাউন্ডুলে প্রান্তরের জন্য ভরসার কথা হচ্ছে যে,- আজ অবধি ওমনটা কেউ করে দেখাতে পারেনি। তাইতো পর্বত চূড়ার থেকে নিঃসঙ্গ দুঃখী কেউ নেই, তাইতো বেঁচে থাকার চেয়ে অলৌকিক অর্থহীন কিছু নেই, তাইতো ভালোবাসবার চেয়ে আলোকিত উচ্চারণ কিছু নেই, তাইতো স্বপ্ন দেখে যাওয়ার স্বপ্ন ছাড়া, স্বপ্ন দেখার কিছু নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.