আমাদের কথা খুঁজে নিন

   

চুয়েট শিক্ষকের বাসায় অজগর সাপ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এক শিক্ষকের বাসায় পাওয়া গেল অজগর সাপ। ছাত্র ও ছাত্রীদের আবাসিক হল, ক্যান্টিন, সিআইসিটি ল্যাব, কেন্দ্রীয় মসজিদের পর এবার বিশ্ববিদ্যালয় যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল ওয়াজেদের বাসায় বুধবার গভীর রাতে পাওয়া যায় এ অজগর সাপ। গত এক মাসেরও বেশি সময় ধরে চুয়েটের বিভিন্ন স্থানে সাপ পাওয়া গেলে কর্তৃপক্ষ বন-জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি কার্বলিকি এসিড দেয়ার উদ্যোগ নেয়। যে উদ্যোগের সুফল শিক্ষার্থীরা ভোগ করলেও বর্তমানে বিপাকে পড়ছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। কারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বসবাসরত আবাসিক এলাকাগুলোতে এখন পর্যন্ত বন-জঙ্গল পরিষ্কার করা হয়নি।

বুধবার রাতে শিক্ষক ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ঘরের বিছানার নিচে প্রায় দুই ফুট লম্বা একটি অজগর সাপ দেখেতে পান। পরে সাপটিকে মেরে ফেলা হয় বলে জানান তিনি। এর আগেও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ড. ফরুক-উজ-জামানের বাসায় একটি সাপ পাওয়া যায়। ফলে বর্তমানে সাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিরাজ করছে সাপ আতঙ্ক। চুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা এস এম কামরুল হাসান বলেন, “সমগ্র ক্যাম্পাসেই বন-জঙ্গল পরিষ্কারের কাজ চলছে।

শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর পাশাপশি শিক্ষকদের আবাসিক এলাকাগুলোতেও বন-জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.