আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাথার দান

দভার্গা ১৯৮১ প্রতিদিন এমন করেই এরা আমাদের জানালায় উঁকি দেয়। সকালের সূর্যের প্রথম আলোর মত একগুচ্ছ সতেজ ফুল হাতে আমাদেরকে জীবনের পথে আহবান করে। আমরা কি তাদের আহবানে আমাদের মনের জানালা খুলতে পারিনা? নিজের সন্তানের একটু হাসির জন্য কত টাকা কত আহ্লাদ কত প্রচেষ্টাই না করি আমরা...আর পথের এই ফুল-শিশুদের নিষ্পাপ হাসির আবেদনে গাড়ির স্বচ্ছ কাঁচের জানালাই খুলি না। এ হাসির অভিবাদনের জন্য আমাদের হাজার হাজার টাকা খরচ করতে হয়...না। নামীদামি আইসক্রিম বা খেলনা অথবা খাবারের দোকানের বিল বাড়াতে হয় না। বুক ভরা আশা নিয়ে সাহেবী কায়দার ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে একটা ফুল বা ফুলের মালা কেনার জন্য অনুরোধ জানায়। ভিক্ষে চায় না। মাত্র ২-৫ টি টাকার বিনিময়ে এই হাসির অভিবাদনকে আশান্বিত করতে পারি আমরা। নশ্বর এই জীবনে প্রতিদিন সকালে ৫ টাকায় একটি নশ্বর ফুল কিনলে কি-ই বা অপচয় হবে আমাদের? ধনীর কোটি কোটি টাকার হিসেবে কি গড়মিল হয়ে যাবে? মিটিং মিছিল সেমিনার গোলটেবিলের আয়েশী বক্তব্যে না এই ফুল-শিশুদের দু’বেলা খাবারের যোগান দেবার সামাজিক দায়িত্ববোধ তো আমরা পালন করতে পারি মানবতার হাত বাড়িয়ে। ঝরে পড়া এই শিশুর ভবিষ্যত যেন অন্ধকার গলিতে না হারায়..এগিয়ে আসুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.