আমাদের কথা খুঁজে নিন

   

"বেগম খালেদা জিয়াই"- কেন সবার মাথা ব্যাথার কারন? আলোচনা পর্যালোচনা ও তাকে কেন প্রতিনিয়ত কটাক্ষ করা -

আমরা সবাই সমালোচনা করতে ভালোবাসি। কেউ সমালোচনার উদ্ধে নয়। কিন্তু বেশ কিছুদিন যাবত্‍ ই আমি লক্ষ্য করতেছি ফেসবুক ও ব্লগে এই সমালোচনা ও বিশেষ কাউকে অতি জঘন্য ভাবে কটাক্ষ করার পরিমানটা বেড়ে যাচ্ছে। সমালোচনা করার আগে আপনি নিজের অস্তিত্ব টা একবার ভালোভাবে ভেবে দেখুন। হয়তোআপনি কাউকে হেনস্তা করে অনেক আনন্দ পাচ্ছেন কিন্তু এটা ভাবা উচিত সব আনন্দের পর ই কিন্তু বেদনা ও আছে।

বেগম খালেদা জিয়া। এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও সারা বিশ্বে দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। তারই অধীনে বিএনপি ২ বার ক্ষমতায় আসে এবং তিনি বর্তমানে প্রধানবিরোদলীয় নেত্রী। তিনি তার যোগ্যতা অনুষায়ী কতটুকু সম্মান বতর্মানে পাচ্ছেন সে টা আমার প্রশ্ন? বতর্মানে তাকে নিয়ে ফেসবুকে ব্লগে অনেক জঘন্য ভাবে ব্যাঙ্গ করা হচ্ছে। কিন্তু সেদিকে আমাদের কারো মাথা ব্যাথা নেই।

অনেক বন্ধু ব্লগারকেইদেখি খেয়াল খুশি মতো যা খুশি লিখে যাচ্ছেন। হুম মানলাম সময় উপযোগী তার কিছু সিধান্ত ভুল ছিল। কিন্তু গনতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ও তার ভাল কাজ গুলোকে অনেকেই স্বীকার ই করতে চায় না। জানি আমার লেখা মডারেটর সাহেব সহ কতিপয় কিছু ব্লগারদের খারাপ ও লাগতে পারে। কিন্তু আমার ভাষা স্পষ্ট সমালোচনা হবে সমালোচনার মতো।

বিশেষ কাউকে কটাক্ষ করার জন্য নয়। আজ যেখানে প্রধানমন্ত্রী সহ তার সরকারের নামে কিছু লেখলেই খুঁজে বের করে খাচায় ভরা হয়। কিন্তু ব্যাক্তি বিশেষের ক্ষেত্রে এর কোন কার্ষকারিতা নেই। দল মত ভেবে নয় আমরা যোগ্য ব্যাক্তিকে সম্মান দিতে শিখে। আমরা ব্যাক্তির সমালোচনা না করে তাদের কাজের সমালোচনা করি।

কিন্তু কারো ব্যাক্তিগত বা পারিবারিক ভাবে কটাক্ষ করা খুবই নোংরামি হয়তো তার সঠিক হিসাব তাদেরকে দিতে হবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।