আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : আমার ব্যাথার পূজা হয়নি সমাপন

আমার ঘুম না আসা রাতে তোমার ছায়া খেলা করে অন্য ছায়ার সাথে হবে কিনা তাও জানিনা । অবর্ণনীয় যন্ত্রণা উপভোগ করার ক্ষমতা নিয়ে আমি জন্মাইনি । তবে একটু হলেও অনুভূতিশূন্য হয়েছি নইলে গতকালের নিষ্ঠুর নাটক যখন মঞ্চস্থ হয়েছে আমার মাঝে শুধু বিস্ময় ছিল । ব্যাথা উপলব্ধি অথবা নিজেকে রক্তাক্ত দেখে শিউরে ওঠার পর্যায় কখন যেনো নিজের অজান্তে পার করে এসেছি । তীব্র জ্বরে কাপতে কাপতে নিজেকে অসহায় লাগছিল অথচ সন্ধ্যাবেলায় বরফ পেপসি নেয়ার পর যখন হাত কাপছিলো ঠাণ্ডায় তখন অসহায় নয় বরং ভালই লাগছিলো ।

শারীরিক আঘাতে মানসিক সব অনুভূতি লোপ পেয়ে গিয়েছিলো । আমি সেই অনুভূতিহীন মন,জলে ভিজে ফোলা লাল দুটি চোখ,অসহনীয় ব্যাথা এবং জ্বর নিয়ে বসে ছিলাম স্তব্ধ হয়ে টানা ১২ঘন্টা । ১২ঘন্টা আমার জীবনের দীর্ঘ একটা সময়.......পরিবার জন্ম দিয়েছে,এতদিন Protect করেছে,এখনো পর্যন্ত খাওয়াচ্ছে এইতো! এরচে বেশি এক্সপেক্ট করা চরমতম বোকামি বিশেষ করে আমার মত অভিমানীর জন্য । আর আমি সেই বোকামিটাই এতদিন করে এসেছি এটা ভেবেই মুখে থুথু জমছে প্রবল বিতৃষ্ণায় নিজের প্রতি । আমি সবাইকে পর ভেবে নিয়েছি আর তারা আমাকে জঞ্জাল... আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করবো নিবেদন আমার ব্যাথার পূজা হয়নি সমাপন..... (আজ সবকটা রাত্রিলিপি ডিলিট করে দিয়েছি,আজাইরা প্যাকপ্যাকের রাত্রিলিপি ।

এইটাই এখানে শেষ আর কোন বিরক্তিকর রাত্রিলিপি থাকবেনা) উত্‍সর্গ : ছেলেটার কবিতা আমার অসাধারণ লাগে,প্রতিটা কবিতা পড়ে আমি মুগ্ধ হই যদিও স্বীকার করি না কারণ সম্পর্কটা তুই তোকারির তাই সম্মান বা প্রশংসা করিনা । ওকে কবি দার্শনিক টাইটেল অনায়াসে দেয়া যায় । তার নির্লিপ্ততায় আমি বিস্মিত হই । যতটা না সে অথবা তার কবিতা আমাকে টানে তারচে বেশি টানে তার বাউণ্ডুলে জীবনযাপন । তার বেনসন টানার ভঙ্গি আমার দূর্দান্ত লাগে,তার কবিতা অবশ্য তারচে একটু বেশিই এগিয়ে ।

ছেলেটার নামটা বলি,আমার অনেক বেশি ভাল বন্ধু রনি । আমি এমন অদ্ভুত ছেলে এর আগে দেখিনি,এবং আমি আসলে এতটা প্রভাবিত এই বন্ধুত্বে তার প্রধান কারণ রনি অসম্ভব অনেস্ট । ছেলেটা মহাপুরুষ হওয়ার চেষ্টায় আছে,সেকারণে দীর্ঘসময় ধরে তার সাথে যোগাযোগ নেই । মহাপুরুষরা একাকী থাকতে ভালোবাসে তাই ওরে আর জ্বালাইনা । বিষাদময় লেখা ওকে উত্‍সর্গ করার কারণ হচ্ছে ছেলেটা গত ৭বছর ধরে বিষাদে আছে আর নিকোটিনের ধোয়ায় তার জীবন আবদ্ধ করতে চাইছে ।

আমিও চাইছি এরকম অদ্ভুত এক জীবনযাপন করতে যাকে কেউ চায়না তার চাওয়া তাই এমনি হয়....আমাকেও চায় না কেউ তাই বেখেয়ালি এক জীবনযাপন করবো অথবা জুয়া খেলবো জীবনকে নিয়ে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।