আমাদের কথা খুঁজে নিন

   

বঙবন্ধু হত্যা নিয়ে সাই ফাই.... "খেয়াল"।

১ জেলের যে জিনিষটা ফারুককে সে রাতের কথা মনে করিয়ে দেয় তা হচ্ছে নিরবতা। তার স্পষ্ট মনে আছে বাঁদিকের বেডষ্ট্যান্ডে পানির গ্লাসটা রেখেছিলেন সিকো ঘড়িটার পাশে। এরপর তিনি নিজেকে আবিস্কার করলেন কাঠগরায়, এসি আকন্দ, বিচারক ,আরও অজস্র মানুষের পলকহীন চোখের সামনে। এরা কি বিশ্বাস করবে ১৫ আগষ্ট ১৯৭৫ ঘটনায় তার ভূমিকা ছিল শ্রোয়েডিংগারের বিড়ালের?? অথর্াৎ তিনি একই সাথে সেখানে ছিলেন এবং ছিলেননা!!! তাঁর নিজেরও জানা নেই এটা কি করে সম্ভব , আজ এই শ্রাবনের অবেলায় তার কেবলি মনে হচ্ছে হাটহাজারীতে জওআনদের কথা শোনা উচিত ছিল। জংলী গাঁজা আজব চীজ হা্যয়!!! ২ রু বিস্মিত চোখে হলোগ্রামের দিকে তাকিয়ে আছে।

সুডোওরায়ন গ্রহে, হাবলের ভাষায় সিজি ১০০৭৮৬৪২৩৮৯ এ অবাক হবার মত কিছুই ঘটেনা। গণিত এখানে নীনীষ স্কেলে প্লাস ৪ । গ্রহের প্রতিটি সমস্যা সমীকরণে পরিনত হয় এবং সমাধানের সাথে সাথে তরঙ আকারে সমস্ত নাগরিকের কপোট্রনে পৌঁছে যায়। ক্রে ৫৬৭ জীবৎগণক (সরলকোষী প্রানীজ কম্পিউটার) ভবিষ্যৎ ঘটনাবলী নিয়ে আ্যলগরিদম করে। বেশিরভাগই নিচু মাত্রার তরঙ, কিন্তু এই আ্যলগরিদম দেখাচ্ছে পৃথিবীর হিসেবে ম্যানচেষ্টার সিটি বনাম কিউপিআর ২০১২ শেষ ৩ মিনিটের মাত্রা!!! এর মতে আশির দশকে ভারত আর পাকি স্তান জুড়ে শুরু হবে জাতিরাষ্ট্রের আন্দোলন আর এদের সবার লক্ষ্য হবে একটাই বাংলাদেশের মত স্বাধীন এবং সার্বভৌম হওয়া।

মাত্র ১৫ বছরেই যারা অর্জন করেছে আন্চলিক সাংস্কৃতীক নেতৃত্ব। অপ্রতিরোধ্য চীনের সামনে অসহায় হয়ে পড়বে আমেরিকা এমনকি সোভিয়েত ইউনিয়ন। লস এন্জেল্সের এরিআ ৫১ আটকে থাকা দূতের জীবন হবে বিপন্ন। বিপর্যয় এড়ানোর একমাত্র উপায় ! হলোগ্রামের আঁধো আলো স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা গাঢ় লাল রং এ লেখা একটি বাক্য : শেখ মুজিবের সমূল বিনাশ........... তথ্যসূত্র: বিষাদ সিন্ধু মেঘনাদ বধ কাব্য আব্রাহাম লিংকন: দা্য ভা্যম্পায়ার স্লেয়ার ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।