আমাদের কথা খুঁজে নিন

   

কিসের ভয় সাহসী মন...

সময়টা কেমন থমকে দাঁড়িয়ে যেতে চাইছে। সময়ও বুঝি ভয় পেল শেষতক! তাই হয় নাকি। চারিদিকে গুমোট একটা বদ্ধ পরিবেশ। বুকটা একটু শান্তিতে শ্বাস নেবার জন্য হাসফাঁস করছে, কিন্তু শান্তিতে নিঃশ্বাস নেবার জায়গারও বড় অভাব, একটু নিঃশ্বাস নিতেও এত ভয়? কিসের ভয়? কিসের এত ভয়? তারুণ্য কি দলছুট হারিয়ে গেছে? যৌবন কি জ্বলেই শেষ? তবে চারিদিকে যে এত এত তরুণ-যুবা? সব কি তবে জীবন্মৃত হয়ে ঘুরে বেড়াচ্ছে? যে দেশে জন্মেছে নুরাল দীন, যে একাই হেঁকে গেছে, ‘জাগো বাহে কুনঠে সবায়’; যে ডাকে জেগে উঠেছে জনপদ, সেই দেশের তরুণ-যুবার কি মৃত্যু ভয়! তবে তো সব মিথ্যে প্রতিপন্ন হয়। কটা শেয়াল-কুকুর-হায়েনার দলের কাছে ভয়ে কেন্নোর মত গুটিয়ে যাওয়ার জন্যই কি স্বাধীনতার রক্তক্ষয়ী আয়োজন! ওহে, রক্ত কি ঠান্ডা মেরে গেছে? কই, রাজপথ যখন অনর্থক শ্লোগানে মুখরিত হয় – জ্বালো জ্বালো আগুন জ্বালো, তখন তো দেখি রক্ত বিদ্যুৎ গতিতেই ছোটে! তবে সমস্যাটা কোথায়? কিসের ভয়? কিসের এত ভয়? কঠিন সময়টাকে বদলে দিতে খুব কঠিন কিছু কি প্রয়োজন? উদ্দীপনা হারিয়ে গেছে? চারিদিকে শুধুই ধূসর পোড়া ক্যানভাস! তাই বলে হাল ছেড়ে দিতে হবে? ভয়কে জয় যদি না করতে পারল, তবে কিসের তারুণ্য কিসের যৌবন? শুধু একটুখানি, শুধু একটুখানি কতগুলো সাহসী মন এক হয়ে একটা চেষ্টা কি আমরা করব না? শুধু একটু এক হওয়া! তারপর? তারপর সব পায়ের তলে – কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার... তারপর সব দুমড়ে-মুচড়ে শুধুই সামনে এগিয়ে যাওয়া।

আমরা তো সামনে যেতেই চাই, তাই নয় কি? সাহসী মনগুলো এক হলে সেটা সময়ের ব্যাপার মাত্র! যদি কঠিন সময়ে দাঁড়িয়ে শেষ সম্বল স্বপ্নটুকুও হারিয়ে ফেলি তাহলে বেঁচে থেকে লাভ কি? স্বপ্ন ছাড়া বেঁচে থাকা! স্বপ্নটুকু আছে বলেই না এখনও অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায়। এই স্বপ্নটুকুই এখন শেষ সম্বল; কোনভাবেই এটাকে হাতছাড়া করা যাবে না। স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতেই হবে। স্বপ্নটুকু বুকে ধারণ করেই সাহসীমনকে এগিয়ে যেতে হবে। কোন কিছুর বিনিময়েই এই স্বপ্ন হাতছাড়া করা যাবে না।

এর কোন বিনিময় মূল্য নেই। প্রতুল মুখোপাধ্যায়ের গান দিয়েই শেষ করছি – আলু বেচো ছোলা বেচো বেচো বাখর খানি বেচো না বেচো না বিন্ধু তোমার চোখের মণি ... ঝিঙ্গে বেচো পাঁচ সিকেতে হাজার টাকায় সোনা বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না... সিঙ্গাপুর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.