আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিসের পুজারি?

Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।

আমি জয়ের পুজারি আমি সত্যের পুজারি আমি সুন্দরের পুজারি আমি সৌন্দরজের পুজারি। । বিকেলের রোদে নীল আকাশে ঘরে ফেরার লক্ষে উরন্ত পক্ষি ! আমি তার পুজারি। গায়ের আকাবাকা পথের পাসে ব্রিক্ষ বটের রঙিন সবুজ পাতা ! আমি তার পুজারি।

আমি মনের পুজারি আমি প্রেমের পুজারি আমি সংগিত পুজারি আমি নৃত্য পুজারি। । কলশি কাখে টলমল পায়ে গ্রাম্ম বধুর নুপুরের রিনিঝিনি ম্রিদু গুঞ্জন! আমি তার পুজারি। আমি ফুলের পুজারি আমি মাত্রি পুজারি আমি দেশের পুজারি আমি বিশ্য পুজারি। ।

পরবতের ধারে কলকল ঝরনার মিষটি মধুর পানি! আমি তার পুজারি। বনের মাটে ছাগশিশুকে তারা করাক্রিত কিশরি জুবতির আনন্দ ধারা! আমি তার পুজারি। আমি জয়ের পুজারি আমি সত্যের পুজারি আমি সুন্দরের পুজারি আমি সৌন্দরজের পুজারি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.