আমাদের কথা খুঁজে নিন

   

দিগন্ত ও ইসলামিক টিভি চালুর দাবি

মঙ্গলবার সচিবালয়ে বেসরকারি টিভি চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতিমালা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা।
বেসরকারি টেভি চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশেন অব টিভি চ্যানেল ওনার্সের সঙ্গে তথ্যমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের প্রতিনিধিরাও ছিলেন।
বৈঠক শেষে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সাংবাদিকদের বলেন, “হুট করে দুটো চ্যানেল বন্ধ করে দেয়া কারো জন্যই কল্যাণকর নয়। রাষ্ট্রের জন্যও না, টেলিভিশনের জন্য না। ”
জামায়াত-বিএনপি জোট সংশ্লিষ্ট হিসাবে পরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার রোববার গভীর রাতে ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়।


টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করার আগে তাদেকে সতর্ক করা যেত বলে উল্লেখ করে সংগঠনটির সাধারণ সম্পাদক শাইখ সিরাজ বলেন, “আমরা মন্ত্রীকে অনুরোধ করেছি অতিসত্বর এ দুটি চ্যানেল চালু করে দেয়ার জন্য। ”
দিগন্ত ও ইসলামিক টিভি চ্যানেল বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “এটা একটা সাময়িক পদক্ষেপ। হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ভয়াবহ সশস্ত্র তাণ্ডব এবং ভাংচুরের ঘটনার প্রেক্ষাপটে সাময়িক এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ইনু বলেন, “তবে এ ব্যাপারটা আমরা তলিয়ে দেখছি। দ্রুত এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো।


বেসরকারি টিভি নীতিমালার বিষয়ে শাইখ সিরাজ বলেন, “বেসরকারি টেলিভিশন নীতিমালা নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। অনেকগুলো বিষয়েই একমত হয়ে একটি ভালো জায়গায় পৌঁছেছি। আর ২/১টি মিটিং করেই এটা চূড়ান্ত করা যাবে। ”
সরকার চাইলেই কোনো কারণ দর্শানো ছাড়াই লাইসেন্স বাতিল করতে পারবে বলে খসড়া নীতিমালা ছিল জানিয়ে সিরাজ বলেন, এ নিয়ে আমরা দ্বিমত পোষণ করেছি।
“সময়মতো লাইসেন্স ফি জমা দিতে না পারলে লাইসেন্স বাতিল করতেই পারে।


এবিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি বেসরকারি টেলিভিশনগুলো যদি একটি নীতিমালার ভিত্তিতে কাজ করতে পারে তাহলে চ্যানেল, গ্রাহক ও সরকারের জন্যও লাভ। ”
তিনি বলেন, “নীতিমালার কাজটা বেসরকারি চ্যানেলের সংগঠনের পরামর্শসাপেক্ষ একটা চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে। আশা করছি শিগগিরই তা চূড়ান্ত করতে পারব। ”
বেসরকারি টেলিভিশন নীতিমালা চূড়ান্ত হলে ‘ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে একটা স্থায়ী শৃঙ্খলার ব্যবস্থা হবে’ বলেও মনে করেন তথ্যমন্ত্রী।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বুধ ও বৃহস্পতিবারের হরতাল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে বিএনপি নেতৃবৃন্দ যদি বলতো কখন থেকে তারা গাড়ি ভাংচুর শুরু করবেন এবং তা যদি সবাইকে বলে দিলে তবে সাধারণ মানুষ সেভাবে পরিকল্পনা করতো।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।