আমাদের কথা খুঁজে নিন

   

একচন মিয়ার পত্র... ফরহাদ মজহার সাব জানাবেন কি জনাব?

আমার লেখা পড়ে.................. লিখনী নামে একটি অণ লাইন পত্রিকায় আপনার সাক্ষ্যাৎকার পড়লাম । আমি মুক্য মানুষ । আফনেতো গেআনী, তাই ক’য়টা প্রশ্ন করি । না না লুঙ্গি ডিলা কইরা, আরাম কইরা বসেন । জটিল কোন কোশ্চেন করফো না ।

আপনার বাতচিত থেইকাই কোশ্চেন করফো । খটকা লাগিছে । আচা করি কোশ্চেনের এনচার দিয়া খটকা দূর করিফেন । ** আপাতত হেফাজতের উত্থানের কথা বাদ দিয়ে ভাবুন। ফ্যাসিস্টের যে উত্থান, এ কারণে এখানে গণমানুষের মনে শঙ্কা দেখা দিয়েছে।

একটা সচেতনতা তৈরি হয়েছে যে তাদের ঈমান-আকিদা থাকছে না, তাদের রাষ্ট্র থাকছে না, স্বাধীনতা থাকছে না, সরকার পেশিশক্তির বলে তাদের টুঁটি চেপে ধরছে, দেশে ভয়ঙ্কর একটা কিছু আসছে। ফলে হেফাজতের এ উত্থানটা একেবারেই স্বাভাবিক। ** — উপরের অংশটি আপনার সাক্ষ্যাৎকার । আমার প্রশ্ন হলো, আপনি বিবাহ না করে দীর্ঘ জীবন এক নারীর সঙ্গে সংসার করছেন । এইটা কোন ইসলামি আকীদায় পড়ে ? একচন একচন– ডাইরেট একচন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.