আমাদের কথা খুঁজে নিন

   

একচন মিয়ার পত্র . . . আর আল ছাগু বিরুধী সিলিপিং ?!!

আমার লেখা পড়ে..................

কয়দিন আগে পার অইয়া গেল গণজাগরণের এক বচ্ছর । প্রাপ্তি এক্কেরে কম না । ঐটা লইয়া কোন কতা কমু না আইজ । অনেকে অনেক কতা কইছেন, কইবেন, আমিও কইছি, কমু ।

মিতউর রহমান নিজামীর রায় ঝুইল্লা রইচে ২/৩ মাস বা হেরও বেশি।

নট নড়নচড়ন । এর ভিত্তে যমুনার পানি পদ্মায় গেছে আর পদ্মার টা মেঘনায় । রুপক কইলাম । হোপ করি আপনে বুচচেন ।
এতটা দিন অইয়া গেল শাহবাগ, গণ জাগরণ মঞ্চ, চাত্র সংগঠন , ফেইচ বুকের মেলা গুরুপ, পৃষ্ঠা কেউ কুন কতা কইতেচে না এইডা নিয়া ।

টাইম কিনতু কম যায় নাই । আর রাজাকারও কম না ।

কি ভাইসারা আন্নেরা মূখে তালা মারি রাইখছেন কিল্লাই । যুদ্ধপরাধীর বিচার সোলো অইয়া গেছে, টাইম যাইতেচে গা অতচ নো টক?!!

যে দিন রায়ের তারিখ ঘোষনা করবো হেই দিন ফেইচ বুকের ওয়াল বইরালাইবেন লিখ্খা লিখ্খা? শাহবাগে গুরুপে গুরুপে বইয়া শোলোগান দিবেন “ আমরা জাইগা রইছি, আমরা ঘুমাই না” । আবার কোন কোন গুরুপ মশাল শিছিরও করবো ।

কিন্তু যখন বিচার বন্ধ অইয়া রইচে, সোলো অইয়া গেচে তখন আপনেরা ঘুমান ?!

আপনারা চুপ কিল্লাই? ঘটনা কি?!!
এনচার দেন, েএনচার !!

একচন একচন-ডাইরেট একচন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.