আমাদের কথা খুঁজে নিন

   

একচন মিয়ার পত্র... শফি হুজুর সাব আপনার মনে কুভাব কতটুকু আসছিল?

আমার লেখা পড়ে.................. হাটহাজারী মাদ্রাসায় ইসলামি মাহাসম্মেলনে হেপাজতি শ-পি সাব কইচেন br /> **"মেয়ে মানুষ হচ্ছে তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে,তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে।

" **"যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে। তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে।

তাই মহিলাদের দেখলে তোমার কু-ভাব আসে না। " একচন মিয়া জানে বেগম জিয়া আপনাগো লাইগ্গা জান পেহচান । সামনা-সমানি না অক পুনে তেনার লগে আপনের নিশ্চয় কতা অইচে, আপনার পুলা, বাবুনগরী চাবের লগে দেখা অইছে । তারপর তেনারেতা নিয়মিত আপনেরা টিভিতে, পত্রিকায়ও দেখেন । কোচ্চেন আইচে মাতায়, আপনাগো যে কু-ভাব আইচে তখন তার কি অবস্তা করচিলেন ? নাকি... একচন একচন - ডাইরেট একচন — feeling lost. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.