আমাদের কথা খুঁজে নিন

   

ধানমন্ডিতে ইভটিজিং-এর ঘটনায় ব্লগারদের মিটিং এ যা হলো

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা ! ধানমণ্ডির ওই ঘটনা নিয়ে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের মিটিং থেকে ফিরে আপডেট লিখতে দেরী হয়ে গেল । যাই হোক ,সেখানে উপ্সহিত কেউই নোংরা মানসিকতার ওই শিক্ষার্থীদের কারণে University of Liberal Arts Bangladesh (ULAB) কে কোন ধরনের দোষারোপ করেনি । তবে ছিনতাই সহ নানা ধরনের অপকর্মের ঘটনার কথা ঐ এড়িয়ায় ঘটে এবং তারা ইউল্যাব এর ছাত্র পরিচয় দিয়ে থাকে সেই জন্য ইউল্যাবের নিজ সুনামের দিকে লক্ষ্য রেখেই তাদের তদন্ত করে দোষীদের খুঁজে বের করা এবং শাস্তি নিশ্চিত করা উচিত বলে ব্লগাররা মনে করেন । কারন তারা ইউল্যাবের নাম ভাঙ্গিয়ে এমন কাজ করে যাচ্ছে । একই সঙ্গে তারা ইউল্যাবের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যোগ দিবে বলে আশা করেছেন।

কারণ এই আন্দোলন ইউল্যাবের বিরুদ্ধে নয়, ছাত্র নামধারী কিছু কুলাঙ্গারের বিরুদ্ধে, ইভ টিজিং, নারী নির্যাতন ও সর্বোপরি মানুষকে অসম্মান করার বিরুদ্ধে। মিটিং এর একপর্যায়ে সেই ব্লগটির লেখক ব্লগার 'সর্বনাশা' ও উপস্থিত হন এবং তিনি ইউল্যাবের কর্তৃপক্ষের সঙ্গেও একটি মিটিং-এ যে ৪ টি প্রস্তাব করেন তা বলেন ১. ইউল্যাব কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি করেছে বা করবে, তাতে অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্য থেকেও কয়েকজনকে রাখতে হবে। ২. অনলাইন অ্যাকটিভিস্টরা নিজেদের উদ্যোগে কোনো তদন্ত করতে চাইলে ইউল্যাব কর্তৃপক্ষ, তাদের শিক্ষার্থী কিংবা তাদের শুভাকাঙ্ক্ষী বা মনোনীত ব্যক্তিবর্গ তাতে কোনো প্রকার অসহযোগিতা বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবে না। ৩. ইউল্যাব কর্তৃপক্ষ কোনো প্রকার প্রভাবশালী মহল বা প্রশাসন কিংবা অন্য যেকোনো তৃতীয় শক্তি দ্বারা এই আন্দোলন প্রভাবিত ও ব্যাহত করতে পারবে না। ৪. প্রাইভেসি লঙ্ঘন করে ভিকটিমস থেকে শুরু করে অ্যাকটিভিস্টদের কারো পরিচয় কিংবা ন্যূনতম তথ্যও ইউল্যাব কর্তৃপক্ষ মূলধারার মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করতে পারবে না।

অনলাইন অ্যাকটিভিস্টদের মিটিং-এর একপর্যায়ে ইউল্যাব কর্তৃপক্ষ একটি এসএমএসের মাধ্যমে জানায়, তারা ব্লগার 'সর্বনাশা'র এই চার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.