আমাদের কথা খুঁজে নিন

   

ধানমন্ডিতে মিলছে হরেক রঙের বৈশাখী মুখোশ

পহেলা বৈশাখ তো এসেই পড়েছে প্রায়। আর তাই বেশ ভালোভাবেই চলছে এর আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা তো বটেই দেশের অন্য সকল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ গুলোও এই আয়োজন থেকে পিছিয়ে নেই। পহেলা বৈশাখের জন্য মুখোশ, শখের হাড়ি, পটচিত্র, চোখের মুখোশ, পুতুল ইত্যাদি বানানো প্রায় শেষের দিকে অধিকাংশ যায়গাতেই।

বৈশাখী হাওয়া লেগেছে সবখানে।

চলতি পথের মার্কেট গুলোর সাজে, পোশাকের দোকানের কাপড়ে এমনকি ফুটপাথেও লেগেছে বৈশাখী রঙ। আর তাই ধানমন্ডি ২৭ নম্বর এর ফুটপাথ ধরে হাঁটতে গিয়ে থমকে দাঁড়াতে হলো হঠাৎ।

একটি টেবিলে অনেক গুলো রঙিন মুখোশ নিয়ে বসে আছে কয়েকজন তরুন। সামনে লেখা ‘ফর সেল’। চোখের মুখোশ, বড় মুখোশ, মাটির পট, পুতুল সবই আছে তাদের ছোট্ট এই টেবিলে।



মুখোশের রঙে যখন চোখ আটকে গেলো তখন এগুলো সম্পর্কে জিজ্ঞেস করার লোভ সামলানো গেলো না। কাদের আয়োজন এসব করা হয়েছে জানতে চাইতেই বিক্রেতারা জানালো তাঁরা সবাই ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অলটারনেটিভ এর চারুকলা বিভাগের ছাত্র।

পহেলা বৈশাখ উপলক্ষে মুখোশ বানানোর চর্চা করা এবং শখের বশেই এই আয়োজন করেছে তাঁরা। ছোট পরিসরে রাপা প্লাজার উল্টো পাশের ফুটপাথের ধারে এগুলো সাজিয়ে দোকান দিয়েছে তাঁরা। সর্বস্তরের মানুষকে নিজেদের শিল্প প্রতিভার কথা জানিয়ে দিতে এবং মুখোশ বানানোর খরচ উঠিয়ে আনার জন্য এগুলো বিক্রি করছেন তাঁরা।



মুখোশ কিংবা পটচিত্র গুলোর দাম শুরু হয়েছে ২০০ টাকা থেকে। উর্ধে এর দাম ৫ হাজার পর্যন্তও আছে। পহেলা বৈশাখ উপলক্ষে যারা মুখোশ দিয়ে ঘর সাজানোর কথা ভাবছেন তাঁরা চাইলে একটু ঢুঁ মেরে আসতে পারেন ধানমন্ডি ২৭ নম্বরের এই ছোট্ট মুখোশের রঙ্গিন দোকানটি থেকে।
সূত্র: প্রথমবার্তা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.