আমাদের কথা খুঁজে নিন

   

এবাদত

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে এবাদত অর্থ দাসত্ব বা গোলামী করা । ইসলামের যাবতীয় আদেশ-নিষেধ যখন মেনে চলা হয় তখন প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমই পালন করা হয় । আর একেই বলা হয়'এবাদত'বা আল্লাহর দাসত্ব । আল্লাহর এবাদতের ফলে মানুষ তার কাজেকর্মে.আমলে-আখলাকে ধন্য হয় । আর সকল মানুষ যখন আল্লাহর এবাদত বা দাসত্ব গুনে প্রকৃত অর্থেই মানুষে পরিনত হয়' তখন তাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি সমৃদ্বি নেমে আসে । তাই আল্লা্‌হ্ পাক মানুষের জন্য এবাদত ফরয করে দিয়েছেন । আল্লা্‌হ্ তাআলা পবিত্র কোরআনে ঘোষনা করেন। অর্থঃ আমি জ্বীন ও মানুষকে শুধু এবাদতের জন্যই সৃষ্টি করেছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।