আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনায় মগ্ন, বাস্তবের মুখমুখি না হতে চাওয়া চিরবন্ধুহীন মেয়েটা. . .

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই গত পর্ব- Click This Link এবার বলব সম্পুর্ন কল্পনায় নিমজ্জিত হবার কথা! বই পড়তে পড়তে একটা শিশুতোষ স্বভাব পেয়ে বসলাম, কল্পনা করা সারাক্ষন। খুব দ্রুত এই স্বভাবে জড়িয়ে পড়লাম। সারাক্ষন শুধু কল্পনা করতে মেতে থাকতাম। বই পড়া ছেড়ে দিয়েছিলাম, খুব ইচ্ছা হল পড়তাম। কল্পনার পৃথিবীটা আমাদের বাস্তব পৃথিবীটার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দদায়ক, অনেক বেশি শান্তিময়! অনেক বেশি প্রিয়, অনেক বেশি স্বাভাবিক! এই কল্পনার জগতটাই অন্যরকম।

কল্পনার পৃথিবী শুধুই আমার! এই পৃথিবীতে কেউ থাকেনা, থাকি আমি আর আমার প্রিয় মানুষগুলো! তারা ঠিক থাকে বললেও ভুল হয়, শুধুই আমি তাদের থাকিয়ে নেই। লেখিয়েরা যেমন কল্পনা সাজায় বাস্তবতাকে নিয়ে, ভিন্নরুপে, তেমনি আমিও সাজাতাম প্রতিনিয়ত। সাজাতে সাজাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি, এমন কত রাতই আছে। দিনভর কল্পনায় মগ্নতা, বেশ চলছিল। এক, দুই, তিন, এভাবে কত দিন চলে গেল।

আমার চারপাশের মানুষরা কিন্তু টের পেল না, অথবা পেল না। কিন্তু আমার কল্পনা জগতে বসবাস করা রয়ে গেল নিরবিচ্ছিন্নভাবে। আমার কল্পনারা আমাকে বাস্তবের কাছ থেকে দুরে সরিয়ে নিয়ে যাচ্ছে, খুব অন্যরকম লাগত মাঝে মাঝে। চুপচাপ সরে গেলাম সবারকাছ থেকে। কারো সাথেই আর তেমন কথা বলতাম না।

কল্পনার জগতের কিছু কথা বলব। আমাদের ছোটবেলার যেসব বই পড়তাম, গল্পের, তেমনি সাজানো, সুন্দর হল আমার কল্পনার জগত। সেখানে অশুভ কিছু ঘটেনা, দিনশেষে সকল কিছুই খুশি আর আনন্দে ভরে থাকে। তীব্র এই পৃথিবীতে আমি আমার প্রিয় মানুষগুলোর অবয়ব একে নিত্য খেলা করি। আমার অনেক কিছু থাকে, অনেক ভালো বন্ধু থাকে, অনেক ভুল করি, কিন্তু ভুলগুলো শোধরাবার জন্য আমার পাশে অনেকে থাকে।

এক কথায় আমি যেমন জীবন চেয়েছিলাম সত্য পৃথিবীতে, তেমন একটা জীবন গড়েছিলাম কল্পনার মাঝে। খুব ভালো লাগতো। কল্পনা কল্পনা, তার অল্পনা, চলে যায় রাত দিন, শুধুই জল্পনা। চোখের সামনে অদ্ভুত সব দৃশ্যপট, তৈরি মনথেকে। ভুলে যেতাম পৃথিবী বলে যে কিছু আছে, ভুলে যেতাম কল্পনাটুকু শুধু আমার একার জন্যই, এতে অন্যদের প্রবেশের অধিকার থাকেনা।

সুপ্ত কল্পনার আবেশে মোহিত দিনগুলো চলে যায় একটু একটু করে, দিনশেষেও কল্পনারা শেষ হয়না। কল্পনার জগতে দুঃখ, সুখ, প্রেম ভালবাসা, কষ্ট, দুর্ঘটনা, আতর্নাদ, সবই থাকে। এখানে যাকে যেভাবে দেখতে চাই আমি, সেভাবেই দেখি। না, আর বন্ধু পাওয়া হয়ে উঠেনা। এখন সবার কাছথেকে সেচ্ছায় দুরে থাকি।

অপ্রয়জনে কথা বলিনা। কারো সাথে সখ্যতা দুরে থাক, খুব ইচ্ছা হলে স্বইচ্ছায় কথা বলি। সত্য মানুষগুলোকে আর ভালো লাগেনা। আমার কল্পনার মানুষগুলোই অনেক ভালো, অন্তত তাদের আমি যেভাবে দেখতে চাইব, সেভাবেই পারি। নিজের মনে নিজেই রয়ে যাই।

ছবি আকা শুরু করে দেই। মনটা প্রচন্ড খারাপ থাকলে ছবি আকি। গান শুনি, সবার মতই সবকিছু করি, তবে কথা বলিনা। নিজেকে নিজেই সঙ্গ দেই! আমার কল্পনা মাঝে মাঝে খুব বেদনাদায়ক হয়ে পরে। কল্পনারা খুব কাছে টেনে নিয়ে যায় আমাকে, নিজের কাছে।

নিজেকে জেনে নিচ্ছি, তবে অন্যদেরকে জানতে পারছি না। এভাবে সময় দ্রুত চলে যায়। একটা সময় সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সেই শেষের আগেও, lonely, I'm so lonely, I've nobody............. . . . . . কিন্তু না, আমার কেউ না থাকেলেও দিন শেষে আমি আছি, তাই আমার আমিই যথেষ্ট! ভালো থাকুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।