আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের উপর হতাশা, বিপদ আপদ আসার কারন (জুমার কুৎবা)

আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা জুমার খুৎবা আলোচক: মুহাম্মাদ খুরশিদ আলম আরবী প্রভাষক, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা স্থান: উত্তরা কেন্দ্রিয় জামে মসজিদ তারিখ: ১১ মে ২০১২ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, খিদে, সম্পদ ও প্রাণের ক্ষতি ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। এবং সুসংবাদ দাও ধৈর্যশীলদের (যারা এসব বিপদে ধৈর্যধারণ করে)। বাকারা-১৫৫ "মুমিনের উদাহরণ সেই কোমল তৃণের মত যাকে বাতাস এদিক ওদিক ঘুরায়। একবার তাকে নিচে ফেলে আবার তাকে সোজা করে। যতক্ষণ না তার মৃত্যু আসে। আর মুনাফিকের উদাহরণ শক্ত করে দাঁড়ানো পিপল গাছের মত। যার প্রতি কোন বিপদ পৌছে না যতক্ষণ তা মাটিতে কাত হয়ে পড়ে।" বুখারি; মুসলিম; মিশকাত: ১৪৫৫ সম্মানিত পাঠক আসুন আমরা একটি চমৎকার জুমার খুৎবা শুনি যার আলোচ্য বিষয় হচ্ছে “মুমিনদের উপর কেন বিপদ-আপদ, বালা-মুসিবত পতিত হয় এবং এসকল বিপদ আপদ কিভাবে মোকাবেলা করতে হয়। http://alokitojibon.com/?p=1515  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.