আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর উত্তর অংশে বাস করা মানুষের মস্তিষ্ক ও চোখের আকার অন্যান্য অংশের মানুষের তুলনায় বড়

working in DPL পৃথিবীর উত্তর অংশে বাস করা মানুষের মস্তিষ্ক ও চোখের আকার অন্যান্য অংশের মানুষের তুলনায় বড়। অনুজ্জ্বল আকাশ ও ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বিবর্তনের মাধ্যমে তাদের মস্তিষ্ক ও চোখের আয়তনের এ বৃদ্ধি ঘটেছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য পাওয়ার কথা দাবি করেন। বায়োলজি লেটার্স সাময়িকীতে এ গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়। গবেষণার নেতৃত্ব দেন অক্সফোর্ড স্কুল অব অ্যানথ্রোপলজির আইলুনড পিয়ার্স।

গবেষকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১২ জনগোষ্ঠীর মধ্য থেকে ৫৫টি মাথার করোটি নিয়ে গবেষণা করেন। আঠারো শতক থেকে অক্সফোর্ড ও কেমব্রিজের জাদুঘরে এসব করোটি সংরক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, অন্য এলাকার মানুষের তুলনায় উত্তর অংশের মানুষের মস্তিষ্ক ও চোখের আকার বড়। পিয়ার্স বলেন, উত্তরের দিকে এগোলে ধীরে ধীরে আলো কমতে থাকে। ঘন কুয়াশা এবং হালকা আলোতে খাপ খাইয়ে নিতেই ওই অঞ্চলের মানুষের বড় চোখ ও মস্তিষ্কের প্রয়োজন হয়।

তিনি বলেন, চোখের কারণেই তাদের মস্তিষ্কের আকার বড় হয়। কম আলোতে দেখার জন্য মস্তিষ্ককে বেশি কাজ করতে হয়। রয়টার্স। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.