আমাদের কথা খুঁজে নিন

   

দেশের মানুষের আস্থার প্রতীক "বিচার বিভাগ" থেকে মানুষের আস্থা যেন হারিয়ে না যায়

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সালেহী মুক্ত, তাই নিয়ে কিছু মানুষ উচ্চসিত । আর অনেক মানুষের চোখে ভয়, না সে ভয় শুধু সালেঞীকে নিয়ে নয় । সে ভয় দেশের মানুষের শেষ ভরসা, আস্থার জায়গা "বিচার বিভাগ" নিয়ে ।

এই দেশের মানুষ যখন কোন রাজনৈতিক দল কিংবা কোন বিশেষ বাহিনী , সরকারী আমলা কিংবা অবদের উপর আস্থাহীন, তখন সবাই শেষ ভরসা হিসেবেই নিয়েছিল বিচার বিভাগকে তথা আদালতকে । সেই বিচারবিভাগের প্রধান বিচারপতিকেই তাই তারা মেনে নিয়েছিল নির্দলীয় নিরপেক্ষ মানুষ হিসেবে । কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আস্থার জায়গাটাও দোদুল্যমান মনে হচ্ছে । গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার প্রকাশ্য অনাস্থা দেখিয়েছে অনেক মানুষ । কিন্তু ধরে নিলাম সেটা রাজনৈতিক বিষয় ।

কিন্তু বর্তমান সময়ে দুর্নীতিবাজদের বিচারের নামে আদালতে যখন না রকম ঘটনা ঘটতে দেখা যায় তখন কিন্তু আমরা ভয় পাই, ভীত হয়ে পড়ি । মানুষের মনে প্রশ্ন জাগে আদলাতের পিছনে তবে কোন আদালত ?? সেই ভয়কে আরো প্রকট করে তোলে যখন শিক্ষকদের বিচারের নামের প্রহসন হয়, বিচারপতিকে রায় দেয়অর আগে ঢাকায় তলব করা হয় । কে, কেন কিভাবে একজন বিচারককে ঢাকায় তলব করে তা আমরা জানি না । আর জানিনা বলেই আর ভীত সন্তস্ত্র হয়ে পড়ি । শঙকা জাগে মনে, আদলাত কি তার নিরপেক্ষতা রাখতে পারছে ?? অতি সম্প্রতি দুটি ঘটনায় কিছুটা সংশয় আবার মনে দানা বেধে উঠছে ।

সালেহীর মুক্তি আর স্বৈরশাসক এরশাদ সহ সকলেই ঋণ ম্ওকুফ মামলায় খালাস হ্ওয়ায় । তবে আদালতের রায় প্রস্তুত হচ্ছে কি । ন্যকোন জায়গা থেকে , নাকি আইনের মারপ্যাচের কথা বলবে কেউ ?? সংশয় যদি এবাবে বাড়তে থাকে, বিচারবিভাগের স্বাধীন ভাবে কাজ করার অন্তরায় বাড়তে থাকে তবে মানুষের আস্থার জায়গাটা নষ্ট হবে, হারিয়ে যাবে । স্বাধীন বিচার বিভাগ তবে স্বাধীন হয়ে লাভ তি হলো যদি আইনের শাসনের প্রতিষ্ঠা না হয়, আইন যদি সবার জন্য সমান না হয় এবঙ নিরপেক্ষভাবে কাজ করতে না পারে ?? তাই বিনীতভাবে বলব, দয়া করে মানুষের আস্থার ভরসা শেষ সম্বলটাকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে দিন । নইলে মানুষের ভরসা করার আর কোন জায়গা থাকে না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.