আমাদের কথা খুঁজে নিন

   

কুকুর গুলা পাগল হয়ে গেছে-মহাসড়কে ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর

অজ্ঞাতসারে আজ চলে যেতে চাই। দূরে. . . .বহু দূরে অজানায়. . . . কাপাসিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা উপলক্ষে টানানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও তোরণ ভেঙে তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের কর্মীরা এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজেন্দ্রপুর-রাজাবাড়ী সড়কের রাজাবাড়ী বাজার ক্ষমতাসীন দলের কতিপয় কর্মী বিএনপির টানানো শতাধিক ব্যানার-ফেস্টুন ও তোরণ এবং প্রচার উপকরণ বহনকারী একটি টেম্পো ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। তারা আরও জানান, শুক্রবার রাত ৮টার দিকে ১০/১৫টি মোটরসাইকেলে করে ৩০/৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রাজাবাড়ী বাজারে আসেন।

তারা খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির নির্মিত রাজাবাড়ী এলাকায় রাস্তার দুই ধারের প্রায় শতাধিক ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুর করেন। এ সময় প্রচার সামগ্রী বহনকারী একটি টেম্পোও ভাঙচুর করা হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে ভাংচুর করা প্রচার সামগ্রীগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নাশকতা প্রতিরোধে তারা এগিয়ে আসেননি। স্থানীয় রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. কুতুব উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘রাজাবাড়ী বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে।

’ তিনি অভিযোগ করেন, সরকারি দলের ক্যাডাররা স্টিলের তৈরি ওই ব্রিজটি ভেঙে নেত্রীর আগমন প্রতিহত করার চেষ্টা করছেন। সকাল সাড়ে ৭টায় তিনি জানান, সারা রাতে সকল তোরণ ও ফেস্টুন ভেঙে-ছিঁড়ে ফেলা হয়েছে। এই ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ডিআইও) দেলায়ার হোসেন বাংলানিউজকে জানান, খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে কর্তব্যরত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, আমরা ৩ জন অফিসার মোতায়েন আছি।

রাস্তায় ব্যানার-ফেস্টুন ছেঁড়া অবস্থায় পড়ে আছে। প্রসঙ্গত, জনসভাস্থল ঘাগটিয়া ওয়েল ফেয়ার ক্লাব মাঠটির আয়তন প্রায় ৪০ বিঘা। বর্তমান সরকারের আমলে বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার কাপাসিয়ায় এটিই প্রথম জনসভা। আয়োজকরা বলছেন, ১৮ দলীয় জোট সম্প্রসারণের পর এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আলোকে কাপাসিয়ার জনসভায় বিরোধী দলীয় নেত্রী নেতা-কর্মীদের নতুন দিক নির্দেশনা দেবেন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.