আমাদের কথা খুঁজে নিন

   

কুকুর


ওঁত পেতে বসে আছে দেখ নেড়ী কুকুরে,
হ্যাত হুতে সরেনাকো সোজা সে যে মূগুড়ে।
হার দিয়ে পেটালে সে কাঁদেনাতো কখনো,
চায় আহা! অপলকে দুধ রুটি মাখানো।
একটকু সরে দেখ পাবেনাকো বাটিটা,
হয় করে অশুচি সে নয় ভাঙে হাঁড়িটা।
পাত্র্টা ভেঙে কাঁধা পরে মালা গলেতে,
কালী রঙ মুখে মেখে ঘোরে সারা পাড়াতে।
তবু তারে ধরে নাকো লজ ঘৃনা শরমে,
একবারও ভেবে সে যে মরেনা তো মরমে।


তাও ঘোরে চুলো পাশে ডাইন-এ কি কিচেনে,
খোঁচরানী দেখালে সে ছোটে বেড়া পেছনে।
সয়নাতো এতো জ্বালা পোষ মানে নাকি সে,
চেষ্টাটা করে দেখি কত খাবে খাক সে।
পোড়া ভাত, এঁটো কাঁটা, রুটি আরও কত কি,
লেজ নেড়ে খেয়ে চলে বসে মাঝ খিড়কি।
কুকুরটা আদুরে যে শিশুরা তাই গাও বায়,
ফাঁক পেলে পাউরুটি কলা তারা কিনে দেয়।
তেলতে হয়ে গেছে খসখসে গাও তার,
আরও দেই দুধরুটি একটু মোটা হোক আর।


এতো খায় তবু বুঝি ভরে না তার পেটটা,
মল যদি চোখে পরে মানেনা তো মনটা।
পেড়ে দেই মোটা ছালা বাড়ান্দাতে থাকসে,
ছাই ছাড়া তার নাকি শোয়া লাগে পানসে।
তার এতো কিছু করেও মেলে না তো মনটা,
পালায় সে ধরে নিয়ে একদা মোরগটা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.