আমাদের কথা খুঁজে নিন

   

নিজের হাতে বানিয়ে ফেললাম ল্যাপটপ!!!!......

কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... ভাইয়েরা আমার, কি জিনিস আমি বানিয়ে ফেললাম!!! এই জিনিস আমি নিজের হাতে বানাতে পারব কখনও ভাবি নি। ল্যাপটপ বললে ভুল হবে বলতে হবে ল্যাপটপের বাপ!! ভাইয়েরা আমার, আপানারা জানেন আমাদের দেশ বিদ্যুতের দেশ। ঝড় তুফান যায় হোক না কেন বিদ্যুৎ থাকে অক্ষয়। আমার এক ফুফু বিদেশ থেকে এস বলেছিলেন সে দেশে তিনি ৮ বছরে ৩/8 বারের মত লোডশেডিং দেখেছিলেন।

ব্যাপারটা দুঃখজনক। যেখানে এমেরিকার মত দেশে পর্যন্ত একবার ৪৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে চারদিকে সৃষ্টি হয়েছিল হ্যারি পটারি ওয়েদার সেখানে এই দেশে হাজার বছরেও একবার লোডশেডিং হয় না। তাই ভাবলাম একটা ল্যাপটপের কথা। বিদ্যুতের এমন অবস্থা দেখলে সব ডেস্কটপ ওয়ালাই এ কথা ভাবে। তো ভাবতে ভাবতে অনেক বছর পার হল কিন্তু ল্যাপটপ কেনা হল না।

তাই এইবার আর অপেক্ষা না করে নিজেই বানিয়ে ফেললাম সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ল্যাপটপ। কীভাবে বানালাম?? বলব?? আচ্ছা বলি। আপনারা জানের ল্যাপটপের একটা গুরুত্তপুর্ণ বৈশিষ্ট্য হল বিনা বিদ্যুতে(সরকারি) ছাড়া চার্জের মাধ্যমে চালানোর ক্যাপাবিলিটি। আমার এই ল্যাপটপকে আমি এই মহান বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছি। ও আরকটা কথা আমি কিন্তু অনেক্ষন ধরে এই ল্যাপটপ চলাচ্ছি।

চার্জ শেষ হচ্ছে না কোন কিছুতে। এখন বিদ্যুৎ এলো মাত্র। তো ল্যাপটপটা বানানোর জন্য আমি যা করেছি তা হল ফ্যান আর লাইটের সইচের পাশে দুটি ছিদ্র ওয়ালা যে জিনিসটা আছে তাতে লাগিয়ে দিয়েছি আই পি এস এর লাইন। আর আই পি এস এ লাগিয়ে দিয়েছি চারটা ব্যাটারি (বুঝেন এবার চার্জের দৌর কি হবে কোন মতে একবার চার্জ দিতে পারলে হয়। যেখানে সাধারণ ল্যাপটপের ব্যাকআপ ২-৩ ঘন্টা সেখানে আমারটা চলবে ১০ ঘন্টার চেয়ে বেশী।

)..................আর সাথে সাথেই আমার সেই পুরনো ডেস্কটপ কম্পিউটার পরিণত হল পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ বাংলাদেশী ল্যাপটপে(যেহেতু দোয়েল ল্যাপটপ ইয়ে পায় নি বাজারে)...... যে জিনিস বানালাম তার জন্য হয়ত আমাকে নোবেল প্রাইজ দেয়া উচিত। তবে দেয়া হবে না, কারণ আমি তো আবার ওদের দালালি টাইপ কিছু..........যাক, বললাম না। দয়া করে আবার কেউ বলবেন না যে এইটা আমি আগে করসি!!; ডেস্কটপের জয় হোক!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.