আমাদের কথা খুঁজে নিন

   

এরপরও আশা রাখি কিভাবে?

আশা করছি স্টিকি পোস্ট টা সবাই পড়েছেন, ঘটনা ও জানেন। এ ঘটনার এখনও আমার জানামতে কোনো সুরাহা হয়নি। হয়ত হবে, হয়ত হবেনা। আবার হয়ত কোনো একদিন ঐ আপুটা রাতে সিএনজি ঠিক করতে যাবেন, এবং হয়ত আবার একই ঘটনা ঘটবে। কিন্তু এবার কেউ কিছু বলবেন না।

কি লাভ ঐ মেয়েটার জন্য মার খেয়ে? আমাকে নিরাশাবাদী বলবেন না। আমি আশা করি, আমিও ভালভাবে থাকতে পারব, পাস করার পর ঘরে বসে যে ছোটখাট কাজ গুলো করি, সেটা আরো বড় পরিসরে করতে পারব। আমাকেও রাতে তখন বের হতে হবে, হ্য়ত সিএনজি বা রিকশা তে করেই। তখন কি আমি ঘরে মান সম্মান নিয়ে ফিরতে পারব? আমার শরীরটা ও কি কারো নোংরা হাতের চাপে কালো মনে হবে? এরকম ঘটনা প্রতিদিন শোনার পরও কি আমার আশা করা ঠিক হবে? বি.দ্র : প্রচন্ড মন খারাপ হওয়ার কারনেই এ লেখা। হয়ত কাল সকালেই আবার আমি স্বপ্ন দেখব।

কিন্তু আমি স্বপ্নের পথে ইভটিজার কে বাধা হিসেবে দেখব, সবসময়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.