আমাদের কথা খুঁজে নিন

   

এরপরও ঈদ সালামীতে সরকারের নীরব থাকা উচিত ???

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ ( "রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ" । হ্যাঁ ,খুশির ঈদ আসল এবং ইতিমধ্যে তিন দিন কাটিয়ে দিলাম । এবং আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ব্লগে হাজির হলাম । আমরা সকলেই জানি ঈদের আনন্দ অনেকাংশে ঈদের অনুষ্ঠান ও ঈদের সালামীতে দায়বদ্ধ । টিভির সামনে এখনও বসি নাই আর এই তিনদিনে এত জনকে সালাম করেও এখন পর্যন্ত একটা টাকা ও সালামী পেলাম না ।

তার উপর হাজার খানেক টাকা সালামী দিতে হল । বুঝেন আমার ঈদ কেমন নিরস যাচ্ছে !!! :# ভার্সিটিতে পড়ি বলে এত বড় হয়ে যায় নি যে সালামী নিতে পারব না । এমন কোনো নিয়ম ধর্মীয়ভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধ নয় । আপাত দৃষ্টিতে অনুসন্ধান করে সালামী দিতে মুরুব্বী সম্প্রদায়ের অনিচ্ছার দুটি কারণ খুজেঁ পেলাম । ১।

দেশের চরম দারিদ্রতা যে কারণে তারা সমর্থ নয় । ২। মুরুব্বী সম্প্রদায়ের মানসম্মত কৃপণতা । **প্রথম কারণটি বর্তমানে যুতসই নয় । দেশে এমন কোনো অবস্তার সৃষ্টি হয় নি অন্তত দুই চার টাকা সালামী দিতে পারবে না ।

বেটারা নিজের ছেলে মেয়ে কলিজার টুকরা বউয়ের জন্য হাজার হাজার টাকা ঈদে খরচ করতে পারে আর আমাদের মত সালামী খেকোদের জন্য কিছু টাকা বাজেট করতে পারে না । **দুই নম্বর কারনটি যতেষ্ট যুক্তিসংগত । কৃপনতা তাদের আকড়ে ধরেছে । ঈদের সালামী অপচয় বলে তারা মনে করে । সুশীল সমাজ ভেবে দেখবেন আজ যারা সালামীর মত সম্মান জনক কাজে খরছ করতে কৃপনতা প্রদর্শন করে তার আয়কর, ভূমিকর নিশ্চিত ভাবে কখনো দিতে চাইবে না ।

এতে করে সরকার তথা দেশ বিশাল রাজস্ব বঞ্চিত হবে । তাই বৃহত্তর স্বার্থে সরকারকে এখনি এগিয়ে আসা উচিত । বিভিন্ন বয়স ভেদে মুরুব্বিদের সালামী প্রদানের জন্য সরকার সালামী নির্দিষ্ট করে দেয়া উচিত । প্রয়োজন বোধে আইন করা যেতে পারে যাতে সালামী ফাকিঁ দিতে না পারে । এছাড়া মিডিয়ায় প্রচারনার মাধ্যমে তরুন সমাজের সম্ভবনাময় এই খাতকে আরো জনপ্রিয় করা যেতে পারে ।

সকলকে সর্বোপরি এমন ভাবে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাব যাতে বাচ্চা-কাচ্চা,কিশোর-কিশোরী,তরুন-তরুনী সকলের এমন সম্ভবনাময় খাত নষ্ট না হয়, আমরা বিশাল একটি অর্থ উপার্জন হতে বঞ্চিত না হই । **আমাদেরও সচেতন হতে হবে নিজেদের অধিকারের জন্য । ছেলে-মেয়ে, ছোট-বড় ,বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নির্বিশেষে সকলকে সোচ্চার হতে আওভান করছি । এখনি সময় জেগে উঠার । মনে রাখবেন আজ চুপ থাকলে কাল নিশ্চিত ঐ কৃপনরা কিছুই দিবে না শুধু ওয়ালাইকুম বাদে ।

এই বছর তো জাহান্নামে গেছে আর যেন খুশির ঈদ লস প্রজেক্ট না হয় । ইনশাহ্ আল্লাহ্ সাবাই পাশে থাকলে এমন পোষ্ট আর দিতে হবে না । ঈদ মরা-বক ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.