আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দ আশরাফ বলেছেন, "নোবেল কীভাবে আসে তা অনেকেই জানেন"। এতই যদি জানেন, তাহলে আশরাফ সাহেব একটা নোবেল এনে দেখান তো আমাদের ।

অসম্ভবের উদ্দেশ্যে ধাবমান একজন মানুষ !!! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেছেন, "নোবেল কীভাবে আসে তা অনেকেই জানেন"। এতই যদি জানেন, তাহলে আশরাফ সাহেব একটা নোবেল এনে দেখান তো আমাদের । আমরা জানি, সৈয়দ আশরাফ সারা জীবন চেষ্টা করলেও নোবেল আনতে পারবেন না। আর এদের তো অন্যের ভালো দেখলে আবার গা জ্বলে। আজীবন খালি দেখলাম বিরোধী দল আর সরকারি দল একটা আরেকটার দোষ খুজে বেড়ায়, দোষ খুজতে খুজতে এখন আর এদের চোখে ভালো কিছু আসে না।

তিনি আরো বলেছেন, "ক্ষুদ্র ঋণে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন হবে না- ক্ষুদ্র ঋণে। "....গত ৩ বছরে এবং ১৯৯৬-২০০১ এই ৫ বছরে কি এমন উন্নতির জোয়ারে দেশকে ভাসাইছো তোমরা। বিদ্যুৎ নাই, পদ্মা সেতুতে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, সীমান্তে নীরিহ মানুষ হত্যা, গুম, খুন - এগুলোই অর্জন। অন্যের দোষ না খুঁজে নিজেদের কাজটা মনোযোগ দিয়ে করেন, দেশের উন্নতি হবে।

আর ড. ইউনুসের বিপক্ষে তোমরা কেন লেগেছো এ কথাও জনগন খুব ভালো করেই জানে। ড. মুহম্মদ ইউনুস আমাদের দেশের গর্ব, সারা বিশ্বের সম্পদ, তাকে সম্মান দিন। অবশ্য গুণীজনকে সম্মান দিতে হলে তো নিজের গুণ থাকা দরকার। ৮০ বছরের রাষ্ট্রপতি যদি দেশ চালাতে পারে, তবে ৬৫ বছরের ড. ইউনুস গ্রামীন ব্যাংকের এমডি পদে যথার্থই ছিল, এই পদের জন্য তার থেকে যোগ্যতর কেউ এই দেশে নেই। সবশেষে বলব, প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটুক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.