আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের বিরুদ্ধে অযথা চিল্লাইয়া কোন ফায়দা নাই

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না সিংগাপুর, মালয়েশিয়ার কাছ থেকে পানি কিনে খাওয়া সত্বেও তারা মালয়েশিয়াকে থোরাই কেয়ার করে কারন তারা ফিনানসিয়ালি স্বচ্ছল. যে যত কথাই বলুক ক্ষমতায় আসীন হলে তারা ভারতকে সমীহ করতে বাধ্য কারন আমাদের বাজেট প্রণীত হয় বৈদেশিক সাহায্য/ ঋণের উপর ভিত্তি করে .গত কেয়ারটেকার আমলে ভারত হঠাৎ করে চাল রপ্তানি বন্ধ করায় যে অবস্হার উদ্ভব হয় তাতে খেটে খাওয়া মানুষরা ফুঁসে উঠে. রাজনৈতিক নেতারা ভাল করেই জানেন ভারতীয় শোষনের বিরুদ্ধে কথা বলার জন্য যে জনতা আজ তাকে বাহবা দিচ্ছে সেই জনতাই জুতা ছুঁড়বে যদি জিনিসপত্রের দাম বাড়ে কারন অন্য দেশ থেকে আমদানী করতে গেলে যে বাড়তি খরচ পড়ে তা বহন করতে সক্ষম নয় দেশবাসী পক্ষান্তরে সিঙ্গাপুরের সাধারন জনগণের মুরোদ আছে মালয়েশিয়া ভিন্ন অন্যদেশ থেকে পানি কিনে খাওয়ার. সবল দুব্বলের উপর অত্যাচার করবে এটাই ধ্রুব সত্য, যেমন- গারোদের মা-বাপতুল্য মধুপুর গড়ে আমরা ইকো পার্ক বানাতে যাই, কলা ও আনারস বাগান করার মধ্য দিয়ে বনায়ন উজাড় করে ওদের পেটে লাথি মারি. ভারতের বিরুদ্ধে অযথা চিল্লাইয়া লাভ নেই, ছড়ি তারা ঘুরাবেই কেননা তারা জানে হিন্দী সিরিয়াল না দেখলে বাংলাদেশের জনগণের পেটের ভাত হজম হয় না, মাজাক্কালি না পড়লে পিচ্চি মেয়েদের ঈদ হয় না, শাহরুখ খানের অনুষ্ঠান দেখতে মাটিতে বসে পড়ে মন্ত্রী মহোদয়, ক্যাটরিনাকে এক নজর দেখতে স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই, তাদের মডেলরা ফিতা না কাটলে শো-রুমের উদ্বোধন হয় না, বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দী বাজবে না.....এটা তো কল্পনাই করা যায় না. যে দেশের জনগণের মনের উপর এত প্রভাব তাদের উপর খবরদারি করবে না তো কার উপর করবে ! আমরা যেটা করতে পারি.... কোন রাজনৈতিক নেতা ভারতকে তুলনামূলকভাবে কম ছাড় দিয়ে আমদানী বাণিজ্য স্বাভাবিক রাখতে পারে তাকেই সমর্থন করা, আর একটা দাবী তুলতে পারি বার্মার ভেতর দিয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়কের তখন ভারতীয় ব্যবসায়ীরা হুট করে জিনিসের দাম বাড়াতে পারবে না. ড: ইউনুসের একটা কথা উল্লেখ না করলেই নয়, উনি বলেছিলেন যেদিন আমরা ভারত থেকে মুরগির ডিম আনা বন্ধ করতে পারব সেদিনই মুক্তি আসবে.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.