আমাদের কথা খুঁজে নিন

   

কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকী : রবিরাগের এক করুন রস ।

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে । আজ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী। চলুন আজ আমরা সিক্ত হই রবিরাগের এক করুন রসে। কাদম্বিনী দেবী সবাইকে কাঁদিয়ে চলে গেলেন, না ফেরার দেশে । ঠাকুরবাড়ী শোকে নিস্তব্ধ।

কবিগুরুর হৃদয়ে নিরব অশ্রুপাত, বুকে অস্ফুট কান্নার ঢেউ। আশৈশব ভাললাগা আর ভালবাসার এই বৌদি সব মায়া ছেড়ে আজ চলে গেছেন অনেক দুরে। কবির এই কষ্ট, এই বেদনা, এই নিরব অশ্রুপাত ছুঁয়ে যায় বিধাতার মন। কবির নিরব অশ্রুফোটায় তিঁনি ঢেলে দেন সুরের এক করুন রস- "আমার প্রানের পরে চলে গেল কে বসন্তের বাতাস টুকুর মত সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত" এই রসে ফুটে উঠে কবিকে ছেড়ে দুরের দেশে চলে যাওয়া ভালবাসার মানুষটির জন্য এক করুন আকুতি.. "সে ঢেউয়ের মত ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে_ মনে হলো আঁখির কোনে আমায় যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবিতেছি তাই একলা বসে" কিংবা তারও আগের কয়েকটা লাইন যদি দেখি, "সে চলে গেল বলে গেলনা, সে কোথায় গেল ফিরে এলনা সে যেতে যেতে চেয়ে গেল, কী যেন গেয়ে গেল তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে" কবির হৃদয় আজ আকুল, মুদিত নয়নে ঘুমের ঘোর, প্রানে দোলে ফুলের ডোর.. " সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর সে প্রানের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল ফুলের গন্ধ পাগল হয়ে সংগে তারি চলে গেল হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলরে কোথা দিয়ে কোথা গেল সে..." একবার চোখ বুঝে গান টা শুনেই দেখুন, "আমার প্রানের পরে চলে গেল কে..." । দেখবেন কবিগুরুর স্বজন হারানোর এই কষ্ট, এই বেদনা আপনার হৃদয়কেও ছুঁয়ে যাবে অনেক খানি ।

ইন্দ্রানী সেনের সুমধুর কন্ঠে গান টি এখনি শুনতে চাইলে এখানে ক্লিক করুন অথবা, বাঁশি ও এস্রাজের কম্বিনেশন আর ক্লাসিক গলার মেলবন্ধনে নন্দিনী ভট্র‌্যাচার্যের গাওয়া এই গানটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন আমার প্রানের পরে চলে গেল কে.. নন্দিনী ভট্যাচার্য্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.