আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের হুকুমত অনুসারে, আমি জেনা করছি! তো, এখন কি করা উচিৎ আমার? বা, আপনার কি করা উচিৎ?

blog_id: 85969 ব্যক্তিগত জীবনে আমি যথেষ্টই ধর্মপ্রাণ। ইসলামের সাধারণ নিয়ম-কানুনগুলো মেনে চলি আর সাধারণ বা প্রাত্যহিক ধর্ম-কর্মগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি। বিপরীতে, ঘর করছি এক নাস্তিকের সাথে। পুরোপুরিই নাস্তিক, এটা তার ফ্যাশন নয়। আমি নিজেই ভুক্তোভোগী বলে বুঝতে পারছি যে, এটা অনেকের সেই তথাকতিথ নাস্তিকতা নয়।

যেমন, গত কয়েক-বছরে সে ঈদের নামাজও পড়েনি, বাইরে হাটাহাটি করে কাটিয়ে দিয়েছে। তবে, বাসায় বল না; আমারা বাবা আর শ্বশুড়ের কারণে (সেটা ভিন্ন প্রসঙ্গ)। তো, এখন সমস্যা দেখা দিয়েছে অন্যত্র। ব্লগের গুটি কয়েক আস্তিকের মতে আমি জেনা করছি। ধর্ম মতেতো অবশ্যই।

তো আমার প্রশ্নঃ এখন আমাকে কি করা হবে? ''' ''' ''' অ.ট. নারী নেতৃত্ত্বও হারাম; তবু এদেশে তাহারা সুখে-শান্তিতেই আছে এবং এই বিষয়ে কোনো পোষ্ট দেখিনি! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.