আমাদের কথা খুঁজে নিন

   

সেই খাবার

ছন্দহীন জীবন বড়ই নীরস বাবুনি সুপ্তের পোস্টটি পড়ে এই কিশোরকবিতাটি লেখা হাওয়াই মিঠাই নিমকি গজা আর মুরালির স্বাদ তোমরা কি আর পাবে সেসব? সেসব যে আজ বাদ! বুনবুনি আর নাড়ু মোয়া লজেন্স কাগজমোড়া কিনতে সেসব লাগতো না আর টাকার অমন তোড়া সুপার এবং কাঠবিস্কুট কিংবা আলুর দম দাম ছিলো কম কিন্তু ছিলো কোনটা স্বাদে কম? কোরান সবক নেয়ার দিনে সেই বাতাসা মুড়ি কোথায় পাবো সেসব বলো যতই এখন ঘুরি? সস্তা যে সেই খাবারগুলোয় থাকতো না রঙ মাখা থাকতো না সেই খাবারগুলোয় রাসায়নিক ছাঁকা তোমরা তো আজ খাচ্ছো খাবার প্যাকেটমোড়া দামী তাও তোমাদের চাইতে দেখো সুস্থ কত আমি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।