আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরীর বিজ্ঞপ্তি

নিউমার্কেটের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়ালে সাঁটা A4 কাগজে একটা বিজ্ঞাপন দেখে চমকে উঠলাম। বিজ্ঞাপনটা এরকম “পার্টটাইম ও ফুলটাইম চাকুরীর অভাবনীয় সুযোগ” কলেজে পড়ুয়া স্নাতক, স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রদের মধ্যে যারা পড়ালেখার পাশাপাশি চাকুরী করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ণ সুযোগ। মাত্র ৬-৮ ঘন্টা কাজ করেই ৫০০০-৮০০০ টাকা উপার্জনের সহজ উপায়। আগ্রহী প্রার্থীরা আজই যোগাযোগ করুন। প্রার্থীরা স্বশরীরে সপ্তাহের মঙ্গলবারে যোগাযোগ করতে পারেন।

ঢাকা কলেজের ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে কোন প্রকার পরীক্ষা দেওয়া লাগবেনা। যোগাযোগের ঠিকানা সাইদুল কসাই ৫নং দোকান নিউমার্কেট মাংসপট্টি মোবাইলঃ- ০১৭১১……… ফোনঃ- ০২৯১৪……… আমিতো যারপরনাই অবাক, কিছুটা সময় এই বিজ্ঞাপন দেখেই কেটে গেল। আমাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মামুন বলল, চলেন ভাই দিনে দিনে আরও কত কি দেখবেন। চায়ের দোকানে বসে চা খাচ্ছি কিন্তু মাথা থেকে কিছুতেই ব্যাপারটা মুছে ফেলতে পারছিনা।

চিন্তা করতে করতে ফোন নম্বরটা ডায়াল করেই ফেললাম। হ্যালো…হ্যালো…হ্যালো…সাইদুল কসাই বলছেন। জ্বেনা…আমি তার পি,এস বলছি, স্যার এখন কোপাচ্ছে, (স্যার আপনার ফোন) ধরেন দিচ্ছি। হ্যা, কে বলছেন? আমি আপনার চাকুরীর বিজ্ঞাপন দেখে ফোন দিলাম। সে বললো মঙ্গলবার চেম্বারে আস, আর কিছু জানতে চাইলে আমার পি,এস এর সাথে কথা বল।

মেজাজটা চরম খারাপ হয়ে গেল। দাঁত খিচে কোনরকমে কথা বলে যাচ্ছি। পি,এস বলছে আসার সময় সাথে করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, CV নিয়ে আসবেন। ভাই কিছু মনে কইরেন না একটা কথা কই কুপানোর অভ্যাস থাকলে আইসেন, নাহলে আইসেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।