আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরীর প্রথম বেতন



অনেক দিন নেটে বসি না। পড়াশুনা (অনার্স) শেষ পর্যার্য়ে থাকায় সময় হয়নি। ফাইনাল পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হয়নি। এ মাসেই হবে হয়তো।

পরীক্ষা শেষ করেছি গত মাসের ৭ তারিখে আর একটা অল্প বেতনে চাকরীও পেয়ে গেলাম, চাকরীরেত যোগ দিয়েছি গত মাসের ১৬ তারিখে। আজ বেতন পেলাম। চাকরীর প্রথম বেতন। অর্ধমাসের তাতে কি, নিজ উপার্জন। বাসায় বলে দিয়েছি আর টাকা দিতে হবে না।

বেতনের টাকা হাতে পেয়ে ভালো লাগছে। আমার সাথে আব্বা-মা থাকলে হয়তো মিষ্টি কিনে নিয়ে যেতাম তাদের জন্য। কিন্তু তারা এখন আমার গ্রামের বাড়িতে আছে। পারছি না। অনেক চিন্তা করলাম কি করা যায়, শেষে একটা বুদ্ধি বের করলাম, আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমাদের বাড়ীর পাশে থাকে।

বিভিন্ন ছুটিতে বাড়িতে গেলে ঐবন্ধুটির সাথেই বেশিভাগ সময় কাটানো হয়। তাকে এসএ পরিবহনে টিটি করে ৩শ টাকা পাঠিয়ে দিলাম। তাকে ফোন করে জানালাম, দুই কেজি মিষ্টি আমাদের বাসায় আর এক কেজি মিষ্টি তাদের বাসায় যেন নিয়ে যায়। মিষ্টির উপলক্ষ্যও তাকে বললাম। সে আমার কথামত অল্প কিছুক্ষণ আগে আমাদের বাসায় মিষ্টি পৌছে দিয়ে এসেছে।

আমি আমার মা’র সাথে কথা বলে তাকেও সংবাদটা দিলাম। আর কথা বাড়াবো না, এসব বোরিং কথা বেশি না বলাই ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।