আমাদের কথা খুঁজে নিন

   

ধন্য আমাদের সুবিচার, ধন্য আমাদের অসাম্প্রদায়িকতা, ধন্য আমরা সংখ্যালঘুরাও।

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক। কিছু কথা বলি।

জানি। আমি হিন্দু হওয়ায় সরকার এবং বিটিআরসির চোখে সবার প্রথমে চোখে পড়বে। কারণ এখন যত হিন্দু ব্লগার আছে সব নাস্তিক। নাস্তিক পোষ্টে লাইক করলেই নাস্তিক। এখন নাস্তিক হওয়াটা বাংলালিংক দামে।

ইসলাম ধর্মের নামে কোন কটু কথা বললে সে নাস্তিক। কিন্তু যদি হিন্দুধর্ম বা অন্যান্য ধর্ম নিয়ে কটু কথা বললেই সে খুব ভালো। প্রথম স্তরের আস্তিক। মহানবীকে নিয়ে কোন কটু কথা বললে নাস্তিক, কিন্তু হিন্দুদের কৃষ্ণকে 'লুইচ্যা কৃষ্ণ' বললে সে আগাগোড়া মুসলিম। বাহ! সরকারের এই পদক্ষেপের প্রশংসা না করে পারছিনা।

আরে আপনারা যদি এতোই অসাম্প্রদায়িক হয়ে থাকেন, তাইলে কিছু উঁচুস্তরের আস্তিক যে আমাদের ধর্মকে গালি দেয়, কৃষ্ণকে লুইচ্যা কৃষ্ণ বলে, ওগুলা আপনাদের চোখে পড়ে না? তাদের নাস্তিক হিসেবে আটক করতে পারেন না? মানলাম আমরা সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘুদের ধর্ম নিয়ে কটু কথা বলা হবে, আর এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না, এটা কোন দেশের অসাম্প্রদায়িকতা হিসেবে লেখা আছে? সরকার, বিটিআরসি আর অন্যান্য ব্লগারদের সুবিধার জন্য কিছু লিঙ্ক দিলাম। ফেবু একাউন্ট থাকলে চাইলে পড়ে আসতে পারেন। ১/ যেখানে আমাদের মহাভারত নিয়ে এবং আমাদের কৃষ্ণকে 'লুইচ্চ্যা কৃষ্ণ' (কমেন্টে পাবেন) ডাকা হয়েছেঃ Click This Link ২/ যেখানে আমাদের 'ভগবান' শব্দের অশ্লীল বিশ্লেষণ করা হয়েছেঃ Click This Link ৩/ যেখানে কৃষ্ণকে নিয়ে উল্টা পাল্টা কথা বলা হয়েছে। এবং ব্যাঙ্গ করা হয়েছেঃ Click This Link সরকার এবং বিটিআরসির লোককে এগুলা পড়ে দেখার অনুরোধ রইলো।

জানি এর জন্য শাস্তি পেতে হবে আমাকে। কিন্তু তবুও ইসলাম ধর্ম নিয়ে খারাপ কিছু বলিনি। ভয়ে না, শ্রদ্ধায়। বুঝতে পারছি, কতিপয় কিছু মানুষ দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই আমরা চুপ করে আছি।

কিন্তু এভাবে আর কয়্দিন? এদের বিরুদ্ধে কি কোনধরনের ব্যবস্থা নেয়া হবে না? কি দোষে হবে না? আমাদের এই দেশে হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অবিচার চালিয়ে যাবে, ধর্মকে গালি দিয়ে যাবে নিজের মত। কিন্তু ভুলেও প্রতিবাদ করিও না, তখন তুমিই হবে প্রথম স্তরের নাস্তিক। ধন্য আমাদের সুবিচার, ধন্য আমাদের অসাম্প্রদায়িকতা, ধন্য আমরা সংখ্যালঘুরাও। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.