আমাদের কথা খুঁজে নিন

   

ধন্য হোক ধন্য !!!

এইতো কদিন ই বা হবে মহাখালী ফ্লাইওভার এর শুভ উদ্ধোধন হলো, হঠাত করেই নিজের মধ্যেই একটা অদ্ভুত পুলকিত অনুভব হতে শুরু করলো,"এই বুঝি আমার দেশের উন্নতির শুরু, হেহঃ !!!! সে আশায় গুরেবালি দিয়ে খিলগাও ফ্লাইওভারের পিলার বসে গেলো, এবং তার থেকেও বড় ধাক্কা লাগলো যখন জানলাম খিলগাও ফ্লাইওভারের ঘটনার পর মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আশ্চর্য !!! যা দেখছি তাতে তো বোধ হয় "কাল যদি কারো জুতো ছিরে যায় তবে সরকার হতে ঘোষনা দেয়া হবে যাতে কেউ জুতো না পরে"। সিস্টেমের হাতের খেলনা আমরা যেভাবে নাচায় আমরা সেভাবে নাচতে বাধ্য। কাকে দোষ দেবো? আমাকে, আপনাকে, সবাইকে, নাকি সিস্টেমকে? ভাবতে ইচ্ছা হয়না,তবুও ভাবতে হয়, কারন ভাবতে তো হবে, কিছু করতে তো হবে। সরকার বদলায়,মানুষ বদলায় দিন বদলায় ,সবকিছু বদলায় শুধু বদলায়না দেশের অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো একদিন কোম্পানীর শেয়ারের মতো দেশটাকেও শেয়ারে বিক্রি করে দিতে হবে, অথবা হয়তো এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। আসুন আবার ভাবি।নতুন করে সব চিন্তা করি,সবাই সবার সাধ্যমত চেষ্টা করি,সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস ই হয়তো পারে সব ঠিক করে দিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.