আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিবেক কি বলে .. ???? প্রশ্নটা নিজেকে করুন..

এম কে জামান আমার বিবেক কি বলে .. লোখাটি ফেসবুক এর এক জনের কমেন্ট থেকে তুলে দিলাম এবং নিজেকে প্রশ্ন করি..। আমার বিবেক কি বলে .. রাস্তার টোকাইরা যখন অলিম্পিক বিস্কুটের লোভে শাহবাগ যায়, পত্রিকায় ছবি দিয়ে ওরা বলে, "শিশুরাও যুদ্ধাপর্ধীদের বিচার চায়"। যখন আল্লামা সাঈদীর মুক্তির মিছিলে শিশুরা যায়, পত্রিকায় বলা হয়, "শিশুদেরকে ব্যাবহার করছে জামাত শিবির" যখন "প্রজন্ম চত্বর" এ কয়েকটা "লাইক" পড়ে, ওরা বলে, তরুন প্রজন্ম স্বতস্ফূর্ত ভাবে "লাইক" দিচ্ছে। তরুনরা যখন "বাঁশের কেল্লা" তে "লাইক" দিয়ে রেকর্ড করেছে, ওরা বলে, নিশ্চয়ই টাকা দিয়ে বাঁশের কেল্লার লাইক বাড়ানো হয়েছে। রোজ ৫০০ টাকার চুক্তিতে দরিদ্ররা যখন শাহবাগীদের সাথে মিছিল করে, বলা হয় "সাধারণ জনতা শাহবাগে স্বপ্রণোদিত হয়ে জড়ো হয়েছে।

আল্লামা সাঈদীর উপর জুলুমের প্রতিবাদে হাজার হাজার সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে আসে, তখন ওরা বলে, "জামাত শিবিরের সহিংস কর্মীরা মাঠে নেমেছে। " যখন আওয়ামী দালালরা রক্ষী বাহিনীর প্রতিষ্ঠাতা শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে, ওরা তখন বলে, " এই লোকগুলো নিরপেক্ষ" । সাধারণ মানুষ যখন জিয়ার ভাষণ শুনিয়ে বলে, "জিয়াই স্বাধীনতার ঘোষক", তখন ওরা বলে, নিশ্চয়ই লোকগুলো বিএনপির দালাল। যখন শিবিরের রুমে তল্লাশী চালিয়ে কুরআন হাদিস পাওয়া যায়, মিডিয়া বলে, জঙ্গি বই পাওয়া গেছে। যখন ছাত্রলীগের রুমে কনডম পাওয়া যায়, মিডিয়া নিরব থাকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।