আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক ওঝা চাই

আমি প্রায়ই ভাবি— মানুষ কেন এমন হয়? কেন কেউ কেউ শুধু কথা দেয় কিন্ত কথা রাখেনা? কেন কেউ কেউ শুধু পেতে চায় দেবার কথা ভাবেনা? কেন কেউ কেবল ছিদ্রান্বেষী কেন কেউ শুধু মিথ্যুক? কেন যে মানুষ প্রতারণা করে কেন হয় ঠগ,জোচ্ছর? ভোগের কথা সবাই ভাবে ত্যাগের কথা নয়, পরহিতব্রত কঠিন শব্দ অভিধানেতেই রয়। কেন যে মানুষ অমন করে অন্যের অহিত চায়! কেন যে সে শুধু নিজের পাতেই ঝোল টানতে যায়! কেন সে করে কুৎসা রটনা অন্যলোকের পিছে? কেন সে ঝাড়ে মিথ্যাভাষণ আমজনতার কাছে? রিপুর নফর আমরা সবাই খায়েশে লাগাম নাই। কুপ্রবৃত্তির তাড়না কাটাতে ‘বিবেক’ ওঝা চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।