আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । নষ্ট সমাজের নষ্ট প্রয়াস, চলছে সময় জুরে ধরষণ নামক অমানুষিকতায় ও নোংরা রাজনিতি করে, যে মেয়েটি লাঞ্চিত হলো পশুর গায়ের জোরে, তোমরা কি করে পায়তারা করো পশুটিকে বাচাঁবার তরে! মেয়েটি যখন জীবন যাবে তোমরা করবে হায় হায়, কদিন সভা, কদিন মিছিল তারপরে আর কিছুই নাই। ঐতিহাসিক দিনের কথা গেছ কি সবাই ভুলে? শপথ ছিল গড়বে এ দেশ লোভ লালসা ভুলে। সব কিছুর উরধে থাকবে সৎ বিচারের নিতী, এখন কেনো তোমরা সবাই অন্যায়রে দাও প্রিতী। কোথায় মুজীব,কোথায় জীয়া,কোথায় ভাসানী ওদের কথা মনে করেও কি তোমাদের বিবেক নরেনি ? তাদের ত্যাগে পেয়েছি আমরা স্বাধীণ মাতৃভূমী তোমরা কেন করলে দেশকে নোংরা লালসার ভুমি! তোমরা এমন বিবেক হারালে আমরা কোথায় যাই? আমাদের কে নিশ্চিত করবে আমাদের ভয় নাই ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।